ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচার চেয়ে ছাত্রদলের স্মারকলিপি

জুলাই বিপ্লবের আগে ও আন্দোলনের সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসে সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোয় ছাত্রলীগের বিচার ও তাদের দোসরদের তদন্ত সাপেক্ষে শাস্তি চেয়ে স্মারকলিপি দিয়েছে শাখা ছাত্রদল।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সংগঠনটির আহ্বায়ক মেহেদী হাসান হিমেল ও সদস্য সচিব শামসুল আরেফিনসহ অন্যান্যরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম বরাবর এ স্মারকলিপি দেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
স্মারক লিপিতে বলা হয়, বিগত জুলাই আগস্টের গণ-অভ্যুত্থান চলাকালীন ছাত্রলীগের সন্ত্রাসী ও তাদের দোসররা ক্যাম্পাসে শিক্ষার্থীদের ওপর নারকীয় তাণ্ডব চালিয়েছে। এতে অনেক শিক্ষার্থী হতাহত হয়েছে। গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার নজিরবিহীন ত্যাগের প্রতি শ্রদ্ধা রেখে অতিদ্রুত আমাদের দাবি মেনে নিতে হবে। দোষীদের বিচারের আওতায় আনতে হবে। দীর্ঘ দেড় দশকের গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে নিপীড়িত শিক্ষার্থীদের বিচার পাওয়ার অধিকার নিশ্চিত করতে হবে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সদস্য সচিব শামসুল আরেফিন বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাজিদের হত্যাকারীসহ ১৭ বছরের সব নির্যাতনকারীর তদন্ত সাপেক্ষে বিচারের আওতায় আনতে হবে।
বিজ্ঞাপন
শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, আমরা দেশের গণতন্ত্র, মানবাধিকার, ভোটাধিকার, মত প্রকাশের স্বাধীনতা এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার দাবিতে আন্দোলন করেছি। দেশের ছাত্র-তরুণ-যুবকরা গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নিপীড়নের শিকার হয়েছি। তারা এই ক্যাম্পাসে ছাত্রদলের নেতাকর্মীসহ অসংখ্য বিরোধী মতের সাধারণ শিক্ষার্থীকে নির্যাতন করেছে। এতে অনেকেই তাদের সহযোগী হিসেবে কাজ করেছে। গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সাধারণ শিক্ষার্থীরা হামলার শিকার হয়েছে। আমরা চাই, প্রশাসন নিরপেক্ষভাবে তদন্ত করে দোষীদের বিচারের আওতায় আনবে।
এ সময় কেন্দ্রীয় সংসদের আমন্ত্রিত অতিথি যুগ্ম-সাধারণ সম্পাদক মহিউদ্দিন রুবেল, যুগ্ম-সাধারণ সম্পাদক শাহাদত হোসেন, ১নং যুগ্ম-আহ্বায়ক জাফর আহমেদ, যুগ্ম-আহ্বায়ক শাহরিয়ার হোসেন, মাহামুদুল হাসান খান, কাজী রফিকুল ইসলাম, নাহিয়ান অনিক, জাহিদুল ইসলাম, মেহেদী হাসান রুদ্র, মোজাম্মেল ডেনি,হাসিবুর হাসিবসহ জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এমএল/এআইএস