সেমিস্টার পরীক্ষার আগে দুই সপ্তাহ রিভিউ ক্লাস
আগামী জুনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) সশরীরে বিভিন্ন বর্ষের পরীক্ষা শুরুর আগে স্বাস্থ্যবিধি মেনে কমপক্ষে দুই সপ্তাহ রিভিউ ক্লাস নেওয়া হবে। তবে কোন নিয়মে ক্লাস নেওয়া হবে, তা বিভাগীয় চেয়ারম্যানদের সঙ্গে কথা বলে চূড়ান্ত করা হবে।
বুধবার (২৬ মে) ঢাকা পোস্টকে মুঠোফোনে এসব তথ্য নিশ্চিত করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ।
উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয় খোলা হোক, এটা আমরা সবসময়ই চাই। এখন তো করোনার প্রকোপ বেড়ে গেছে। সেজন্য আমরা জুনের শেষে একটা সম্ভাব্য সময় নির্ধারণ করেছি।
তিনি বলেন, বিভাগের চেয়ারম্যানদের সঙ্গে সভা করে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। অনলাইনে অনেক ক্লাস হয়েছে। আপাতত আমরা অনলাইন ক্লাস এবং ইন-পার্সন পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।
আরএইচ