আওয়ামী লীগের কর্মসূচি ঘোষণার প্রতিবাদে চবিতে বিক্ষোভ

আওয়ামী লীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মসূচি ঘোষণার প্রতিবাদে বিক্ষোভ করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সাধারণ শিক্ষার্থীরা।
বুধবার (২৯ জানুয়ারি) রাতে বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে সোহরাওয়ার্দী মোড়, আলাওল, এফ রহমান হল, পরিবহন দপ্তর পার করে বিশ্ববিদ্যালয়ের রেলওয়ে স্টেশনে এসে শেষ হয়। বিক্ষোভ শেষে শিক্ষার্থীরা বক্তব্য দেন।
এ সময়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক আব্দুর রহমান বলেন, আমাদের অসংখ্য ভাই-বোনকে শহীদ করে পতিত স্বৈরাচারী সরকার শেখ হাসিনা ও আওয়ামী লীগের সাঙ্গপাঙ্গরা দেশ ছেড়ে পালিয়েছে। তারা পলাতক অবস্থায় ফেব্রুয়ারি ও মার্চ মাসে কর্মসূচি ঘোষণা করেছে। আমরা তাদেরকে বলতে চাই, তোমরা আসো, তোমাদের বিচার করতে এ দেশের মানুষ উন্মুখ হয়ে আছে। এ দেশে রাজনীতিতে কখনো আওয়ামী লীগ ও শেখ হাসিনা ফিরে আসতে পারবে না।
আরও পড়ুন
সহ-সমম্বয়ক হাবিবুল্লাহ খালেদ বলেন, ডিসেম্বরে বাশার আল আসাদ পালানোর পর ৩৫ জনকে তাঁরা ফাঁসির কাষ্ঠে ঝুলিয়েছে। বিগত ৬ মাসে বর্তমান সরকার কোনো বিচার করে নাই। এজন্য আমরা রক্ত দিইনি। যদি সন্ত্রাসীদের বিচার করতে ব্যর্থ হন, তাহলে পদত্যাগ করুন আমরা বিপ্লবী সরকার গঠন করব। ছাত্রলীগের মোকাবেলা করার জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রস্তুত। যদি কোনো শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী তাদের রক্ষা করতে চাই, তাহলে তাদেরকেও আমরা প্রতিহত করব। স্বাধীন বাংলাদেশে আওয়ামী লীগ-ছাত্রলীগ ফ্যাসিবাদের কোনো নাম-নিশানা থাকতে পারবে না।
আতিকুর রহমান/এমএসএ