জাবির প্রথম বর্ষের শিক্ষার্থীদের বৃত্তি দেবে ছাত্রশিবির
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থীদের (৫৩তম ব্যাচ) জন্য ‘শিক্ষাবৃত্তি ২০২৫’ কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জাবি শাখা।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) জাবি শাখা ছাত্রশিবিরের সভাপতি মো. মহিবুর রহমান মুহিব ও সেক্রেটারি মো. মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
এই কর্মসূচির আওতায় বাছাইকৃত শিক্ষার্থীদের এককালীন পাঁচ হাজার টাকা শিক্ষাবৃত্তি প্রদান করা হবে। ‘ইসলামী শিক্ষা আন্দোলন ও ছাত্র সমস্যার সমাধান’ শীর্ষক কর্মসূচির অংশ হিসেবে এটি আয়োজন করা হয়েছে।
আবেদনকারীকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৫৩তম ব্যাচের (২০২৩-২৪ শিক্ষাবর্ষ) শিক্ষার্থী হতে হবে এবং আবেদনপত্রের সঙ্গে প্রত্যয়নপত্র বা শিক্ষার্থীর আইডি কার্ডের ফটোকপি জমা দিতে হবে। এ ছাড়া, যদি কোনো শিক্ষার্থী অন্য কোনো সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান থেকে বৃত্তি প্রাপ্ত হন, তাহলে তিনি এ বৃত্তির জন্য অযোগ্য বলে গণ্য হবেন। আবেদনকারীর মা-বাবার বাৎসরিক আয় ২,৪০,০০০ টাকার বেশি হলে আবেদনের অযোগ্য হবে। অসত্য তথ্যের সন্নিবেশ ও অসম্পূর্ণ আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে।
এ ছাড়া আবেদনকারীদের বিজ্ঞান বিভাগে এইচএসসি/আলিম/সমমান পরীক্ষায় সর্বনিম্ন জিপিএ ৪.৫০ থাকতে হবে এবং অন্যান্য বিভাগে এইচএসসি/আলিম/সমমান পরীক্ষায় সর্বনিম্ন জিপিএ ৪.০০ থাকতে হবে।
শিক্ষাবৃত্তির জন্য আবেদন প্রক্রিয়া আগামীকাল ১৫ জানুয়ারি শুরু হয়ে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। এই সময়ের মধ্যে আবেদনপত্র জমা দেওয়া যাবে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের অফিসিয়াল ফেসবুক পেজে নির্দেশিত প্রক্রিয়া অনুসরণ করতে হবে। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী কেন্দ্রের (টিএসসি) কনফারেন্স রুমে ৩, ৪ ও ৫ ফেব্রুয়ারি বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত আবেদনপত্র সরাসরি জমা দেওয়া যাবে।
আবেদনপত্র বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের অফিসিয়াল পেজে (https://www.facebook.com/jushibir1977?mibextid=kFxxJD) পাওয়া যাবে।
মেহেরব হোসেন/এমজেইউ