‘পোষ্য কোটা বাতিলের জন্য প্রয়োজনে আরও একটি চোখ দেব’
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) পোষ্য কোটা বাতিল ও জুলাই গণঅভ্যুত্থানে হত্যাকারীদের বিচারের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে এ অবস্থান কর্মসূচি পালন করেন তারা। এ সময় আগামীকাল দুপুর ১২টার মধ্যে বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটা বাতিল না করলে আমরণ অনশেনের হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা।
অবস্থান কর্মসূচিতে জুলাই গণঅভ্যুত্থানে আহত বাংলা বিভাগের শিক্ষার্থী শুভ বলেন, শহীদদের রক্তের ওপর গড়ে উঠা বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদেরকে চরমভাবে হতাশ করেছে। কেননা, তারা স্বাধীন ক্যাম্পাসেও পোষ্য কোটার মতো অমূলক কোটা জারি রাখার সিদ্ধান্ত নিয়েছে। পোষ্য কোটাকে আমরা পশুদের কোটা বলে বিবেচনা করি। কোটার বিরুদ্ধে লড়াই করতে গিয়ে আমি আমার একটি চোখ হারিয়েছি, প্রয়োজনে আরও একটি চোখ দেব। তারপরও চবিকে পোষ্য কোটা মুক্ত করে ছাড়ব ইনশাআল্লাহ।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি বলেন, শুধু আমাদের জন্য নয়, বিশ্ববিদ্যালয় প্রশাসনের জন্য এটা লজ্জাজনক। জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশেও আমাদেরকে কোটার জন্য আন্দোলন করতে হচ্ছে। যে প্রশাসন শহীদ হৃদয় তরুয়া এবং শহীদ ফরহাদের রক্তের ওপর বসে আছে, তাদের কাছে খুনিদের বিচার চাইতে হচ্ছে। আমরা পরিষ্কারভাবে বলতে চাই প্রশাসন এখনো বিচারের নামে তালবাহানা করছে। শান্তি কমিটির নামে যদি কোনো তালবাহানা করেন, তাহলে শিক্ষার্থীরা নিজেরাই খুনিদের বিচার নিশ্চিত করতে বাধ্য হবে।
তিনি আরও বলেন, আমাদেরকে আলোচনায় ডাকার দরকার নেই। জুলাই অভ্যুত্থানেও আমাদের সিদ্ধান্ত রাজপথে হয়েছে। এবারও আমাদের সিদ্ধান্ত রাজপথেই জানিয়ে দিচ্ছি। পোষ্য কোটা নামক প্রহসনমূলক কোটা আগামীকাল দুপুর ১২টার মধ্যে বাতিল করতে হবে। যদি তা না করা হয়, তাহলে আমরা আগামীকাল থেকে আমরণ অনশনে যেতে বাধ্য হব।
আতিকুর রহমান/আরএআর