ঢাবির সোশ্যাল ওয়েলফেয়ার অ্যালামনাইয়ের পুনর্মিলনী ৭ ফেব্রুয়ারি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সোশ্যাল ওয়েলফেয়ার অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পুনর্মিলনী আগামী ৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে।
কেরানীগঞ্জের কোনাপাড়ার শরীফ ফুড কোর্ট অ্যান্ড ড্রিম পার্কে এই পুনর্মিলনী হবে।
চাঁদার পরিমাণ : জনপ্রতি ১৫০০ টাকা (অ্যালামনাই, স্পাউস, ফ্যামিলি মেম্বার)। ড্রাইভার : জনপ্রতি ৫০০ টাকা।
রেজিস্ট্রেশনের জন্য নিচের লিংকে ক্লিক করুনঃ- https://swaadu.org/all_fees.php
বিস্তারিত জানতে যোগাযোগ- ১। অধ্যাপক তাহমিনা আখতার- ০১৭১১২৩৯২১৮; ২। আলী আযম জুয়েল- ০১৭১১৯০২৫২৫; ৩। গোলাম রসুল সানি- ০১৭১৭২০৫০৪৫; ৪। মো. ওমর ফারুক এলিন- ০১৭০০৭৪৪৯০৯; ৫। শেখ মাহবুবুর রহমান- ০১৭১৬৫১১৫১২।
এ অনুষ্ঠান উপলক্ষ্যে প্রতিবারে মতো এবারও একটি আকর্ষণীয় স্যুভেনির প্রকাশ করা হবে। স্যুভেনির ২০২৫ প্রকাশের জন্য লেখা আহ্বান করা যাচ্ছে।
স্যুভেনিরে প্রকাশের জন্য লেখা আগামী ১৫ জানুয়ারির মধ্যে মাইক্রোসফট ওয়ার্ড ফাইলে [email protected], এবং [email protected], [email protected] & [email protected] মেইলে সফট কপি পাঠাতে হবে।
রেজিস্ট্রেশন এবং স্যুভেনিরে লেখা জমা দেওয়ার শেষ তারিখ ১৫ জানুয়ারি।