কলেজের ফটকে ‘তিতুমীর বিশ্ববিদ্যালয়’ ব্যানার টানালেন শিক্ষার্থীরা
ঢাবি অধিভুক্ত সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে আন্দোলন করে আসছেন কলেজটির শিক্ষার্থীরা। যা নিয়ে সরকারের পক্ষ থেকেও গঠন করা হয়েছে একটি কমিটি। তবে সেই কমিটির কার্যক্রমে জোর নেই এমন অভিযোগ তুলে শিক্ষার্থীরা করেছেন অভিনব এক কাজ। তারা সরকারি তিতুমীর কলেজের প্রধান ফটকে ‘তিতুমীর বিশ্ববিদ্যালয়’ ব্যানার টাঙিয়ে দিয়েছেন।
মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুরে শিক্ষার্থীরা এ ব্যানার টানিয়ে দেন। এ সময় তারা তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় হিসেব ঘোষণার দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
শিক্ষার্থীরা বলেন, দীর্ঘদিন ধরে তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে উন্নীত করার দাবি জানানো হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। মুক্তিযুদ্ধের সময়েও এই কলেজের ছাত্ররা দেখিয়েছিলেন সাহসিকতার দৃষ্টান্ত। তারা তৎকালীন ‘জিন্নাহ কলেজ’ নামটি ফেলে দিয়ে পরিবর্তন করেছিল ‘তিতুমীর কলেজ’ নামে। সেই ঐতিহাসিক সংগ্রামের ধারাবাহিকতায় আজও নাম পরিবর্তন করা হয়েছে।
আরও পড়ুন
এর আগে, গত বছরের ৩ ডিসেম্বর (মঙ্গলবার) সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা সম্ভব কি না, তা যাচাইয়ে ৫ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করে শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষা মন্ত্রণালয়ে উপসচিব মো. শাহিনূর ইসলাম এতে স্বাক্ষর করে বিজ্ঞপ্তি জারি করেন। বিজ্ঞপ্তিতে সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের যৌক্তিকতা ও সম্ভাব্যতা যাচাইয়ের নিমিত্ত কমিটি উল্লেখ করেন।
কমিটির সদস্যরা হলেন— বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের একজন সদস্য (সভাপতি), ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) সদস্য, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর কর্তৃক মনোনীত একজন প্রো-ভাইস চ্যান্সেলর (সদস্য), যুগ্মসচিব (বিশ্ববিদ্যালয়-২ অধিশাখা), মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ (সদস্য) ও কমিটিতে সদস্যসচিব হিসেবে রয়েছেন উপসচিব (সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয়), মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ।
বিজ্ঞপ্তিতে কমিটির কার্যপরিধি বলা হয়েছ, সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় রূপান্তরের যৌক্তিকতা ও সম্ভাব্যতা যাচাই ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজ পৃথকীকরণের মাধ্যমে একটি স্বতন্ত্র প্রাতিষ্ঠানিক কাঠামো তৈরির বিষয়ে প্রস্তাবিত উচ্চ পর্যায়ের কমিটির সঙ্গে এ কমিটি সমন্বয়পূর্বক কাজ করবে।
প্রসঙ্গত, ২০১৭ সালের ফেব্রুয়ারি মাসে শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে রাজধানীর সাতটি সরকারি কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়। এরমধ্যে একটি কলেজ হচ্ছে সরকারি তিতুমীর কলেজ। অধিভুক্তির পর থেকে এখন পর্যন্ত এই কলেজের একাডেমিক সব কার্যক্রম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পরিচালিত হয়ে আসছে। এর আগে সরকারি তিতুমীর কলেজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ছিল।
আরএইচটি/এআইএস