গভীর রাতে শিক্ষার্থীর মাথায় খসে পড়ল পলেস্তারা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হলে গভীর রাতে ঘুমন্ত অবস্থায় শিক্ষার্থীর মাথায় বড় আকারের পলেস্তারা খসে পড়েছে। এতে ওই শিক্ষার্থীর মাথা ফেটে গেছে।
মঙ্গলবার (৬ জানুয়ারি) রাত সোয়া ১টায় হলের ২০৪ নম্বর রুমে এমন ঘটনা ঘটে।
আহত শিক্ষার্থী হলেন– হাজী মুহম্মদ মুহসীন হলের ২০৪ রুমের আবাসিক শিক্ষার্থী মাসুদ। তার মাথার দুই জায়গায় ফেটে গেছে। তার মধ্যে এক জায়গার ক্ষত বেশ গভীর।
জানা যায়, রাতে হাজী মুহম্মদ মুহসীন হলের ২০৪ নম্বর রুমে মশারি টানিয়ে ঘুমাতে যান মাসুদ ও ফরহাদ জোবায়ের। রাত সোয়া ১টার দিকে হঠাৎ পলেস্তারা খসে সোজা মাসুদের মাথায় পড়ে। এতে তার মাথার দুই জায়গা ফেটে যায়। তবে পলেস্তারা মশারির ওপরে পড়ায় বড় ধরনের ক্ষতির হাত থেকে বেঁচে যান এ শিক্ষার্থী।
আরও পড়ুন
রুমটির অন্য শিক্ষার্থী ফরহাদ জোবায়ের এক ভিডিওতে বলেন, এখন রাত ১টা ২০ মিনিট। আমি ২ মাস আগে রুমে ওঠার সময় দেখি রুমের পলেস্তারা নেই। পরে হল প্রশাসনকে জানালেও কোনো উত্তর পাইনি। সেজন্য আমি নিজে মিস্ত্রি ডেকে পলেস্তারা লাগাই। কিন্তু আজ হঠাৎ মাসুদ ভাই মশারি টানিয়ে ঘুমানোর একপর্যায়ে বিশাল আকারের পলেস্তারা ভাইয়ের মাথার খসে পড়ে। এতে ভাইয়ের মাথা দুই জায়গায় ফেটে যায়। তাকে সকালে মেডিকেলে নিয়ে মাথায় সেলাই দিতে হতে পারে।
তিনি বলেন, মশারি না টানিয়ে ঘুমালে ক্ষত আরও বাড়তে পারত, আরও বড় দুর্ঘটনা ঘটতে পারত। এরপরও প্রশাসন কবে সজাগ হবে, আমি জানি না।
হলের আরেক শিক্ষার্থী রাফিদ হাসান সাফওয়ান বলেন, ভাবুন, আপনি ঘুমাতে গেলেন আর আপনার মাথায় বড় সাইজের একটা পলেস্তারা খসে পড়ল। মুহসীন হলে এটা শুধু ইমাজিনেশন না, প্রতিদিনের বাস্তবতা। পলেস্তারার আঘাতে মাসুদ ভাইয়ের মাথা ফেটে গেছে।
এ বিষয়ে জানতে তাৎক্ষণিকভাবে হল প্রশাসনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি।
কেএইচ/এসএসএইচ