পোষ্য কোটা পুনর্বহালের দাবিতে কঠোর আন্দোলনের ঘোষণা
পোষ্য কোটা বাতিলের প্রতিবাদে মানববন্ধন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কর্মকর্তা-কর্মচারীরা। সোমবার (৬ জানুয়ারি) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন-সংলগ্ন প্যারিস রোডে এই কর্মসূচি পালন করেন তারা।
তাদের দাবি শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের প্রাতিষ্ঠানিক সুবিধা বাতিল করা হয়েছে। কাল সকাল ১১টা থেকে ১টা পর্যন্ত ধর্মঘট ও অবস্থান কর্মসূচি পালিত হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে এবং প্রয়োজনে তা আরও কঠোর হবে।
মানববন্ধনে আইন অনুষদের কর্মচারী রফিকুল ইসলাম বলেন, আমাদের অধিকার আদায়ে মানববন্ধনে দাঁড়াতে হবে, এটা ভাবিনি। প্রশাসন নিজেদের স্বার্থে আমাদের যৌক্তিক পাওনা থেকে বঞ্চিত করেছে। তিনি অভিযোগ করেন, ভিসি-প্রো ভিসিরা কোটার সুবিধায় চেয়ারে বসেছেন, অথচ কর্মচারীদের অধিকার ফিরিয়ে দিচ্ছেন না।
অফিসার্স সমিতির কোষাধ্যক্ষ মাসুদ রানা প্রশাসনের উদ্দেশে বলেন, আমরা কাজ করতে এসেছি, আটকে থাকতে নয়। যারা আমাদের গালাগালি করেছে, তাদের তদন্ত চাই।
ভারপ্রাপ্ত সভাপতি মোক্তার হোসেন বলেন, আগামীকাল প্রশাসনিক ভবনের সামনে ২ ঘণ্টার ধর্মঘট এবং ৮ তারিখ সারা দিনব্যাপী কর্মবিরতি পালন করা হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।
সমিতির দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিনের সঞ্চালনায় মানববন্ধনে প্রায় ৪০০ কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত এক মাস ধরে পোষ্য কোটা বাতিলের দাবিতে আন্দোলন করে আসছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। এতে রাবি প্রশাসন ভর্তি পরীক্ষায় শিক্ষক ও কর্মকর্তাদের সন্তানের কোটা বাতিল করে কর্মচারীদের সন্তানদের জন্য ১% কোটা রাখে। তবে শিক্ষার্থীদের চাপের মুখে শেষ পর্যন্ত পোষ্য কোটা পুরোপুরি বাতিল করা হয়।
জুবায়ের জিসান/এএমকে