ষড়যন্ত্র ও অপপ্রচারের প্রতিবাদে জবি ছাত্রদলের পদবঞ্চিতদের বিক্ষোভ
জাতীয়তাবাদী ছাত্রদলের বিরুদ্ধে অব্যাহত ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) পদবঞ্চিত ছাত্রদল নেতা-কর্মীরা।
রোববার (৫ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে একটি মিছিল বের করেন। মিছিলটি ক্যাম্পাসের টিএসসির সামনে থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের চারপাশ প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে নেতাকর্মীরা বলেন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নিরন্তর অকুতোভয় অবস্থান নিয়ে নেতৃত্ব ও আত্মত্যাগের দিক থেকে সর্বোচ্চ অবদান রেখেছে। এ কারণে বিগত ১৫ বছরের ফ্যাসিবাদী শাসনামলে গুম-খুনের শিকার হয়েছেন কয়েক শতাধিক ছাত্রদল নেতাকর্মী।
আরও পড়ুন
তারা আরও বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে দেশব্যাপী বাংলাদেশ ছাত্রদলের নেতাকর্মীদের নামে সম্প্রতি ডাকসু নির্বাচন, সিনেট ভবনে উপাচার্য ও প্রক্টরের সঙ্গে শিক্ষার্থীদের আলাপ ও কেন্দ্রীয় শহীদ মিনারে গণঅধিকার পরিষদের নেতা ফারুক হাসানের ওপরে হামলাসহ বিভিন্ন ইস্যুতে কিছু কিছু সংবাদমাধ্যম যাচাই বাছাই ব্যতিরেকেই সংবাদ পরিবেশন করছে। সেগুলোকে ভিত্তি করে অসত্য ও মনগড়া গুজব ও অপপ্রচারের ষড়যন্ত্রে মেতে ওঠেছে একটি কুচক্রী মহল।
এ সময় তারা পূর্বঘোষিত ছাত্রদলের আহ্বায়ক কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করেন। টাকার বিনিময়ে ছাত্রলীগ, শিবির, ছিনতাইকারী, প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের দিয়ে কমিটি গঠিত হয়েছে বলেও দাবি করেন পদবঞ্চিতরা।
এ সময় উপস্থিত ছিলেন, সাবেক ১নং যুগ্ম সাধারণ সম্পাদক মোসাব্বির মিল্লাত পাটোয়ারী, সাবেক ২নং যুগ্ম সাধারণ সম্পাদক সাইফ সবুজ, নিবিড় মুন্সী, কামরুল ইসলাম, নজরুল ইসলাম মামুন, মোহাম্মদ ওয়াসিম আলী, মিয়া রাসেল, মারুফ আহমেদ, রাশেদুল ইসলাম রাহাত, আসিফ ইমরান, সহ সাধারণ সম্পাদক শিহাব উদ্দিন খান, মোহাম্মদ নাজমুল আলম , ১নং সহ সংগঠনিক সম্পাদক আরিফুল রহমান, সোলাইমান খান সাগর, আব্দুল আলিম, জিহাদুল ইসলাম জিহাদ, ওমর ফারুক,মাহবুব আলম,মেহেদী হাসান ইমন, মো: মনিরুজ্জামান মনির সাহিত্য প্রকাশনা সম্পাদক আব্দুস আয়মান শুক্কুর, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রায়হান হোসেন অপু, তথ্য ও গবেষণা সম্পাদক রবিউল ইসলাম শাওন, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মিরাজ হোসেন, সাংস্কৃতিক সম্পাদক মেহেদী হাসান, সহ প্রচার সম্পাদক মেহেদী হাসান আখন প্রমুখ।
এমএল/এআইএস