ঢাবি ভিসির ওপর হামলার খবর মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভিসির ওপর ছাত্রদল বা শিবিরের হামলার যে খবর প্রকাশিত ও প্রচারিত হয়েছে তা মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত এবং ভিসি বা অন্যদের ওপর কোনো হামলার ঘটনা ঘটেনি বলে জানিয়েছে ঢাবি কর্তৃপক্ষ।
রোববার (৫ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ রফিকুল ইসলামের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত ও প্রচারিত ‘ডাকসু নির্বাচন ইস্যুতে ছাত্রদল-শিবিরের হামলায় উপাচার্য ও প্রক্টরসহ শতাধিক আহত’ শীর্ষক প্রতিবেদনের প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দৃষ্টি আকৃষ্ট হয়েছে। প্রতিবেদনে হামলার বিষয়ে যা উল্লেখ করা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত ও গুজব।
আরও পড়ুন
প্রকৃতপক্ষে, এ ধরনের কোনো হামলা বা আহত হওয়ার ঘটনা ঘটেনি। ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ ধরনের মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত প্রতিবেদন এবং গুজবের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।
এমতাবস্থায়, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আশা করে যে, এ বিজ্ঞপ্তির মাধ্যমে অসত্য প্রতিবেদন ও গুজবকে ঘিরে জনমনে সৃষ্ট বিভ্রান্তি নিরসন হবে।
কেএইচ/এআইএস