তালা ভাঙার চেষ্টা রাবি উপ-উপাচার্যের, শিক্ষার্থীদের বিক্ষোভ
৯ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর আলোচনার জন্য শিক্ষার্থীদের আহ্বান জানিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপ-উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন খান। তবে শিক্ষার্থীরা দাবি পূরণ না হলে আলোচনা বসবেন না বলে জানালে তিনি রাগান্বিত হয়ে শাবল দিয়ে প্রশাসন ভবনে লাগানো তালা ভাঙার চেষ্টা করেন।
এ সময় শিক্ষার্থীরা উপ-উপাচার্যের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। এছাড়াও কর্মকর্তা-কর্মচারীরা শিক্ষার্থীদের সঙ্গে বাকবিতণ্ডা করছেন।
শনিবার (২ জানুয়ারি) সন্ধ্যা সোয়া ৭টার দিকে এ ঘটনা ঘটে। বর্তমানে আন্দোলনকারী শিক্ষার্থী এবং অবরুদ্ধ শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। প্রশাসন ভবনে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের অবরুদ্ধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা।
আরও পড়ুন
এর আগে সব ধরনের পোষ্য কোটা বাতিলসহ তিন দফা দাবিতে সকাল ১০টা থেকে প্রশাসন ভবনে তালা ঝুলিয়ে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। এতে প্রশাসন ভবনে অবরুদ্ধ অবস্থায় আছেন বিশ্ববিদ্যালয়ের দুই উপ-উপাচার্য ও কর্মকর্তা-কর্মচারীরা। বিশেষ প্রয়োজনেও কাউকে বের হতে বা প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। তাছাড়া খাবারও খেতে পারেননি আটকে থাকা ব্যক্তিরা। এতে ভোগান্তিতে পড়েছেন শিক্ষক-শিক্ষার্থীসহ অনেকে।
এদিকে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় সব ধরনের পোষ্য কোটা বাতিল না হলে রোববার থেকে কমপ্লিট শাটডাউনের ঘোষণা দিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। বিকেল ৪টায় শিক্ষার্থীদের পক্ষে এ ঘোষণা দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাবির অন্যতম সমন্বয়ক সালাউদ্দিন আম্মার। তবে কমপ্লিট শাটডাউনের ঘোষণা দিলেও কোটার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত দিতে পারেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন।
জুবায়ের জিসান/আরএআর