উপাচার্যের আশ্বাসে অনশন ভাঙলেন জাবির তিন শিক্ষার্থী
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) আইন অনুষদের নিজস্ব ভবন বরাদ্দসহ তিন দফা দাবিতে অনশন করা তিন শিক্ষার্থী উপাচার্যের আশ্বাসে অনশন কর্মসূচি থেকে সরে এসেছেন।
সোমবার (৩০ ডিসেম্বর) রাত দেড়টার দিকে দীর্ঘ ৩৪ ঘণ্টা অনশনের পরে উপাচার্যের আশ্বাসে তারা অনশন কর্মসূচি থেকে সরে আসেন। এর আগে রোববার বিকেল সাড়ে তিনটা থেকে বিশ্ববিদ্যালয়ের পুরাতন প্রশাসনিক ভবনের সামনে আমরণ অনশন কর্মসূচি শুরু করেন তারা।
অনশনরত শিক্ষার্থীরা হলেন— আইন ও বিচার বিভাগের ৫০তম ব্যাচের শিক্ষার্থী ও বিভাগের ছাত্র সংসদের সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান, ৪৯তম ব্যাচের শিক্ষার্থী মালিহা হাসান মাইশা ও একই ব্যাচের শিক্ষার্থী রফা রওনক।
এদের মধ্যে রাফা রওনক সোমবার সন্ধ্যায় অসুস্থ হলে তাকে সাভারের বেসরকারি এনাম মেডিকেলে নেওয়া হয়।
আরও পড়ুন
আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, দীর্ঘদিন ধরে এই দাবিগুলো নিয়ে আন্দোলন করে আসলেও প্রশাসন বিষয়টি গুরুত্ব দেননি। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সর্বশেষ সভায় দাবিগুলো নিয়ে কোনো কার্যকর সিদ্ধান্ত না আসায় তারা আমরণ অনশনে বসেন। তবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মসূচি থেকে সরে এসেছেন তারা।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান বলেন, আমরা তাদের সবগুলো দাবি মেনে নিয়েছি। একাডেমিক কাউন্সিল এবং সিন্ডিকেট মিটিংয়ে এই দাবিগুলো নিয়ে সিদ্ধান্ত হয়েছে। একটা বিভাগের নিজস্ব কোনো রুম নাই এটা খুবই দুঃখজনক।
মেহেরব হোসেন/এআইএস