বেরোবি ক্যাম্পাসে থার্টিফার্স্ট নাইটে আতশবাজি নিষিদ্ধ
ইংরেজি নববর্ষ উপলক্ষে আগামী দুই দিন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ক্যাম্পাসে আতশবাজি উড়ানো ও সাউন্ডবক্স বাজানো এবং বহিরাগত প্রবেশ নিষিদ্ধ করলো বিশ্ববিদ্যালয় প্রশাসন।
সোমবার (৩০ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. ফেরদৌস রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ইংরেজি নববর্ষ ২০২৫ উপলক্ষে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সার্বিক নিরাপত্তা ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিতকল্পে ৩১ ডিসেম্বর ২০২৪ থেকে ১ জানুয়ারি ২০২৫ পর্যন্ত ক্যাম্পাসে বহিরাগত প্রবেশ এবং উক্ত সময়ে ক্যাম্পাসে আতশবাজি ও সাউন্ডবক্স বাজানো নিষিদ্ধ করা হলো।
এ ছাড়া উক্ত সময়ে বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীকে পরিচয়পত্র সঙ্গে রাখা ও নিরাপদ ক্যাম্পাস গড়তে সবার সহযোগিতা কামনা করা হয়।
প্রসঙ্গত, শীতকালীন অবকাশ ও বড়দিন উদযাপন উপলক্ষ্যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ১৪ দিনের ছুটি চলছে। ছুটি শেষে আগামী ১ জানুয়ারি থেকে সব বিভাগের ক্লাস-পরীক্ষা চালু হবে। এর মধ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ছুটি কাটিয়ে ক্যাম্পাসে আসতে শুরু করেছেন।
শিপন তালুকদার/এএমকে