এবার গণঅভ্যুত্থানের গ্রাফিতি মুছে তোপের মুখে চবি প্রশাসন
ঢাকা বিশ্ববিদ্যালয়ে শেখ হাসিনার গ্রাফিতি (ঘৃণাস্তম্ভ) মোছা নিয়ে চরম বিতর্কের পর এবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) গণঅভ্যুত্থানের গ্রাফিতি মুছে তোপের মুখে পড়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের জয়বাংলা ভাস্কর সংলগ্ন একটি ব্রিজের দেয়ালে শহীদ হৃদয় তরুয়া ও ফরহাদ হোসেন নাম সম্বলিত গ্রাফিতি মুছে দেওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করছেন শিক্ষার্থীরা।
রোববার (২৯ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের দুই শহীদের নাম মুছে দেওয়া হয়েছে বলে জানা গেছে।
ফেসবুকে ক্ষোভ প্রকাশ করে আরিয়ান খান রাকিব নামের এক শিক্ষার্থী লিখেন, ‘হৃদয় তরুয়া ও ফরহাদের নাম মুছে দেওয়ার আগে ভাবার দরকার ছিল তাদের রক্তের ওপর দাঁড়িয়ে আজ আপনারা ভিসি, প্রো-ভিসি হয়েছেন। আপনাদের যদি এতই সৌন্দর্যবর্ধনের ইচ্ছে থাকত, তাহলে লেখাটি মোছার সাথে সাথে সুন্দর করে লিখতে পারতেন। ক্যাম্পাসে হামলা, শাটলে হামলা, ভর্তি পরীক্ষার আবেদন ফি ২০০ টাকার জায়গায় ১০০০ টাকা, এ ছাড়া যে কোটার জন্য দেশ স্বাধীন হলো সেই কোটা বহাল রেখে আপনারা কীসের সৌন্দর্যবর্ধন করতে চাচ্ছেন? একটু জানতে পারি কি?
বোরহান রাব্বানী নামের এক শিক্ষার্থী লিখেন, ‘গণঅভ্যুত্থানের মাননীয় ভিসি ও প্রক্টর, পোস্ট অফিস সংলগ্ন ব্রিজের ওপর শহীদ তরুয়াকে নিয়ে লেখা জুলাই স্মৃতি মুছলেন ক্যান? জবাব দিন।’
তাহসান হাবিব নামের আরেক শিক্ষার্থী লিখেন, এই প্রশাসন আমাদের জুলাই বিপ্লবের স্মৃতি চিহ্ন মুছে দিয়ে কীসের সৌন্দর্য বৃদ্ধির কাজ করছে? নাকি তারা আমাদের শহীদদের নামকে ভয় পায়? ফ্যাসিস্টের পুনর্বাসন চলছে?
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপ-উপচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন ঢাকা পোস্টকে বলেন, আমরা দুই শহীদের নাম সুন্দর করে লিখব বলেই মুছে দিয়েছি। এর আগে শিক্ষার্থীরা নামে ভুল করেছে এবং লেখাটাও অসুন্দর ছিল। কিন্তু শিক্ষার্থীরা কেন এর প্রতিক্রিয়া জানাচ্ছে বুঝতে পারছি না।
আতিকুর রহমান/এমজেইউ