৩ দফা দাবিতে জাবির তিন শিক্ষার্থীর অনশন
স্বতন্ত্র একাডেমিক ভবন বরাদ্দ ও পরীক্ষার খাতা পুনর্মূল্যায়নসহ তিনটি দাবিতে অনশন কর্মসূচি পালন করছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের তিন শিক্ষার্থী।
সোমবার (৩০ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের পুরাতন প্রশাসনিক ভবনের সামনে অনশনরত অবস্থায় তাদের দেখা যায়। এর আগে রোববার বিকেল ৩টা থেকে এই কর্মসূচি শুরু করেন তারা।
অনশনরত শিক্ষার্থীরা হলেন- আইন ও বিচার বিভাগের ৪৯তম ব্যাচের শিক্ষার্থী মালিহা হাসান মাইশা, রফা রওনাক এবং ৫০তম ব্যাচের শিক্ষার্থী মো. আসাদুজ্জামান।
দাবিগুলোর হলো- স্বতন্ত্র একাডেমিক ভবন বরাদ্দ, পরীক্ষার খাতা পুনর্মূল্যায়ন, আইন অনুষদের ভর্তি পরীক্ষা 'এফ' ইউনিটে নেওয়া।
শিক্ষার্থীরা জানান, দীর্ঘদিন ধরে এই দাবিগুলো নিয়ে আন্দোলন করে এলেও প্রশাসন বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে না। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সর্বশেষ সভায় দাবিগুলো নিয়ে কোনো কার্যকর সিদ্ধান্ত না আসায় তারা আমরণ অনশনে বসতে বাধ্য হয়েছেন।
আরও পড়ুন
রফা রওনাক বলেন, প্রশাসন আমাদের বারবার মৌখিক আশ্বাস দিচ্ছে কিন্তু আমরা লিখিত প্রতিশ্রুতি ছাড়া অনশন বন্ধ করব না। অতীতে মৌখিক আশ্বাসে আমাদের দাবি পূরণ হয়নি। এবারও একই ধরনের প্রতিশ্রুতি দিলে আমরা অনশন চালিয়ে যাব।
অন্যদিকে মো. আসাদুজ্জামান বলেন,আমাদের তিন দফা দাবির মধ্যে স্বতন্ত্র একাডেমিক ভবন বরাদ্দ এবং পরীক্ষার খাতা পুনর্মূল্যায়ন বিষয়ে কোনো সুনির্দিষ্ট সিদ্ধান্ত দেওয়া হয়নি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা অনশন চালিয়ে যাব। সিন্ডিকেট সভার আগে আমরা প্রশাসনিক ভবনের সামনেই অবস্থান নেব।
এদিকে, উদ্ভূত পরিস্থিতি সমাধানে বিশ্ববিদ্যালয় প্রশাসন সিন্ডিকেট সভা ডেকেছে।
বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সোহেল আহমেদ বলেন, আমরা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছি। আগের প্রশাসন আইন ও বিচার বিভাগকে গুরুত্ব দেয়নি কিন্তু আমরা গুরুত্ব দিচ্ছি। আশা করি, আজকের সিন্ডিকেট সভায় তাদের দাবিগুলো নিয়ে ইতিবাচক সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে।
মেহেরব হোসেন/এমএন