ছাত্রলীগের বিরুদ্ধে তদন্ত রিপোর্টে বিলম্ব, বুয়েটে বিক্ষোভ
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিরুদ্ধে করা তদন্ত কমিটির রিপোর্ট প্রকাশে বিলম্ব করায় বুয়েটে বিক্ষোভ করেছেন সাধারণ শিক্ষার্থীরা। ঘটনার জেরে একপর্যায়ে উপাচার্যের কার্যালয়ে প্রতীকী তালা লাগান শিক্ষার্থীরা।
আজ (মঙ্গলবার) বেলা ১১টার দিকে বিভিন্ন দাবিতে বুয়েটের উপাচার্যের কার্যালয়ের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা। এসময় উপাচার্যের কার্যালয়ের সামনে ‘ফ্যাসিস্ট হাসিনার দোসর ও বেইমানদের চিনে রাখুন’ শিরোনামে একটি ব্যানার টাঙানো হয়।
বিক্ষোভে বুয়েটের যারা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী ছিল তাদের ছবি ও নাম-পরিচয় প্রকাশ করা হয়। পরে আরও কয়েকবার সেই ব্যানারে জুতা নিক্ষেপ করেন শিক্ষার্থীরা।
আরও পড়ুন
নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, বুয়েটের যারা ছাত্রলীগের সাথে জড়িত ছিল, যারা ২৪-এর অভ্যুত্থানে শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল তাদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা থাকলেও প্রশাসন গড়িমসি করছে। আমরা অতি দ্রুত স্বৈরাচারের দোসরদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদনের ওপর ভিত্তি করে শাস্তির দাবি জানাই।
কেএইচ/এনএফ