নোবিপ্রবির নতুন কোষাধ্যক্ষ মুহাম্মদ হানিফ
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) নতুন ট্রেজারার (কোষাধ্যক্ষ) পদে নিয়োগ পেলেন অধ্যাপক ড. মুহাম্মদ হানিফ মুরাদ। তিনি ফলিত গণিত বিভাগের অধ্যাপক ও বিজ্ঞান অনুষদের সাবেক ডিন।
মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব জনাব মো. শাহীনুর ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে রোববার (১৫ ডিসেম্বর) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
এতে বলা হয়, মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর জনাব মো. সাহাবুদ্দিন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন ২০০১-এর ১৩(১) ধারা অনুযায়ী আগামী চার বছরের জন্য এ নিয়োগ পেয়েছেন। তিনি বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন।
এ বিষয়ে অধ্যাপক ড. মুহাম্মদ হানিফ মুরাদ ঢাকা পোস্টকে বলেন, আমাকে দায়িত্ব দেওয়ায় আমি নিজেকে ধন্য মনে করছি৷ নোবিপ্রবি একটি পরিবার। এ পরিবারটির উন্নয়নে শুরু থেকে কাজ করে যাচ্ছি। আগামী দিনেও আমি নিষ্ঠার সঙ্গে কাজ করতে চাই। তার জন্য সবার দোয়া চাই।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, দীর্ঘদিন পদটি শূন্য ছিল। ড. হানিফ মুরাদকে দায়িত্ব দিয়ে পদটি পূর্ণ করা হয়েছে। এই নিয়োগের মাধ্যমে নোবিপ্রবি দীর্ঘদিন পর তাদের কোষাধ্যক্ষ পেয়েছে। এতে করে কাজের গতিশীলতা বাড়বে এবং নব উদ্যোমে কাজ চালিয়ে যাওয়া যাবে। আমি তার সফলতা কামনা করছি।
হাসিব আল আমিন/এএমকে