বুদ্ধিজীবী দিবসে জবি ছাত্রদলের চিত্রপ্রদর্শনী ও আলোচনা সভা
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রদলের আয়োজনে চিত্রপ্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ ডিসেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এরপর নতুন একাডেমিক ভবনের নিচতলায় চিত্রপ্রদর্শনীর উদ্বোধন করা হয়।
আলোচনা সভায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান আসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুজন মোল্লার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ও শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক রইছ উদ্দীন বলেন, বাংলাদেশের দ্বারপ্রান্তে এসে আমাদের সূর্যসন্তানদের হত্যা করা হয়। যুদ্ধে ৩০ লাখ মানুষ শহীদ হয়েছে কিন্তু স্বাধীনতার ৫৩ বছরে এসেও আমরা তাদের তালিকা করতে পারিনি। অসংখ্য বুদ্ধিজীবী শহীদ হয়েছে, আমরা তার তালিকাও করতে পারিনি। আমাদের সূর্যসন্তানদের কারা হত্যা করলো তাও বের করতে পারিনি। আমাদের দায় আমরা মাথা নিয়ে বলছি, যারা দেশ স্বাধীনের পর নেতৃত্বে এসেছিল এ দায় সবচেয়ে বেশি তাদের। বুদ্ধিজীবীদের শুধু রাজাকার, আল-বদররা হত্যা করেনি, ভারতীয়রাও হত্যা করেছে।
অনুষ্ঠানে আরো বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক ড. মো. নাসির উদ্দীন ও ইতিহাস বিভাগের শিক্ষক ড. নাসির আহমেদ।
এছাড়া জবি শাখা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি ইব্রাহিম কবির মিঠু, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মেহেদী হাসান হিমেল, সাংগঠনিক সম্পাদক সামছুল আরেফিন বক্তব্য রাখেন। এ সময় শাখা ছাত্রদলের বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এমএল/জেডএস