চবিতে দ্রুতযান স্পেশাল বাস সার্ভিস চালু
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের যাতায়াত সুবিধার্থে দ্রুতযান স্পেশাল সার্ভিস চালু করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ফলে শিক্ষার্থীরা ক্যাম্পাস থেকে চট্টগ্রাম শহরে মাত্র ৩০ টাকায় যাতায়াত করতে পারবেন।
বুধবার (১১ ডিসেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্টে এই সার্ভিসটি উদ্বোধন করেন চবি উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহিয়া আখতার।
এ সময়ে চবি উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহিয়া আখতার বলেন, দ্রুতযান সার্ভিস চালুর ফলে শিক্ষার্থীরা অনেক উপকৃত হবে। শিগগিরই আমরা জোবাইক ও ই-কার চালুর পরিকল্পনা করছি। শিক্ষার্থীদের জন্য সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে আমরা দিন-রাত কাজ করছি।
আরও পড়ুন
চট্টগ্রাম-নাজিরহাট-খাগড়াছড়ি বাস মিনিবাস মালিক সমিতির ব্যবস্থাপনায় এই সার্ভিসটা চালু হয়েছে। সকাল ৬টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত এই সেবা চলমান থাকবে। ২০ মিনিট পর পর একটি করে বাসে শহরে উদ্দেশ্যে ছেড়ে যাবে। শিক্ষার্থীরা আইডি কার্ড প্রদর্শনের মধ্যে দিয়ে টিকিট সংগ্রহ করে মুরাদপুর পর্যন্ত ২৫ টাকা এবং নিউ মার্কেট পর্যন্ত ৩০ টাকা ভাড়া যাতায়াত করতে পারবেন। সাধারণ যাত্রীদের ক্ষেত্রে এই ভাড়া ৪০ টাকা।
বাসের রুট :
বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট থেকে ১ নম্বর গেট রাস্তার মাথা-অক্সিজেন-মুরাদপুর-২ নম্বর গেট-ওয়াসা-কাজীর দেওড়ী হয়ে নিউ মার্কেট।
অপরদিকে নিউ মার্কেট থেকে পুরাতন স্টেশন-টাইগারপাস-লালখান বাজার-জিইসি- ২ নম্বর গেট-বায়েজিদ বোস্তামী-অক্সিজেন-১ নম্বর গেট হয়ে বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট।
এ ছাড়া মুরাদপুর থেকেও একই রুটে ভিন্ন বাস ছেড়ে আসবে।
আতিকুর রহমান/এমএসএ