চবিতে প্রশ্নফাঁস–কাণ্ডে তদন্ত কমিটি গঠন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চতুর্থ বর্ষের একটি পরীক্ষার প্রশ্ন ফাঁসের ঘটনায় চার সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কমিটিকে সাত কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের জরুরি সিন্ডিকেট সভায় এ কমিটি গঠন করা হয়।
তদন্ত কমিটিতে আহ্বায়ক করা হয়েছে বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীনকে। এ ছাড়া সদস্য হিসেবে রয়েছেন আইসিটি সেলের পরিচালক অধ্যাপক সাইদুর রহমান চৌধুরী, পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. এনায়েত উল্ল্যা পাটওয়ারী এবং সদস্য সচিব হিসেবে রয়েছেন শিক্ষক নিয়োগ শাখার ডেপুটি রেজিস্ট্রার মো. হাছান মিয়া।
এ বিষয়ে পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. এনায়েত উল্ল্যা পাটওয়ারী বলেন, প্রশ্ন ফাঁসের ঘটনায় একটি কোর্সের পরীক্ষা স্থগিত করা হয়েছে। এ বিষয়ে ইতোমধ্যে জরুরি সিন্ডিকেট সভা আহ্বান করে ইতোমধ্যে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সাত কার্যদিবসের মধ্যে তদন্ত কমিটিকে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
এর আগে সকাল ১০টার দিকে প্রশ্নপত্র ফাঁসের কারণে চবির যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চতুর্থ বর্ষের ৪১৯ নম্বর কোর্সের পরীক্ষা স্থগিত করে পরীক্ষা কমিটির চেয়ারম্যান। গত বুধবার পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরে একটি উড়োচিঠি আসার প্রেক্ষিতে প্রশ্নপত্র ফাঁসের বিষয়টি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের নজরে আসে।
আতিকুর রহমান/এএমকে