অচিরেই জাতীয় নির্বাচনের রূপরেখা চাই : ছাত্রদল সভাপতি
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেছেন, আমরা অচিরেই জাতীয় নির্বাচনের রূপরেখা চাচ্ছি। কারণ, জাতীয় সরকারের মাধ্যমেই খুনি হাসিনার কাছে স্পষ্ট বার্তা যাবে। যদি দ্রুতই রূপরেখা প্রকাশিত হয় তাহলে বর্তমান অস্থিতিশীল পরিস্থিতি ৮০ শতাংশ নিরসন হবে।
বুধবার (৪ ডিসেম্বর) রাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক জোট আয়োজিত ‘বিপ্লবোত্তর ছাত্র ঐক্য’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন
তিনি বলেন, অনেকেই এখনও প্রতিবিপ্লবের স্বপ্ন দেখছে। সে অনুযায়ী সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন অপপ্রচারে লিপ্ত। এসব বিষয়ে সংস্কার প্রয়োজন। সরকারের দায়িত্ব হচ্ছে সাধারণ শিক্ষার্থীদের পড়ালেখার পরিবেশ সৃষ্টি করা। কিন্তু এখন পরিস্থিতি উল্টো হয়েছে। যদি কোথাও বিশৃঙ্খলা সৃষ্টি হয় সেখানে ছাত্রদের যেতে হচ্ছে।
এর আগে অনুষ্ঠান উদ্বোধন করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম। তিনি বলেন, এই জাতি যতদিন টিকে থাকবে, ততদিন জুলাই গণ-অভ্যুত্থানের কথা স্মরণীয় হয়ে থাকবে। এই বিজয় যেন চিরঞ্জীব থাকে, সেই দোয়া আল্লাহর কাছে করছি।
আরএইচটি/এমজে