পদত্যাগ না করায় উপাচার্যের কক্ষে তালা দিলেন শিক্ষার্থীরা
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য ড. শুচিতা শরমিনের কক্ষে তালা দিয়ে নেমপ্লেট খুলে নিয়ে গেছেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের বেঁধে দেওয়া সময়ে পদত্যাগ না করায় কঠোর আন্দোলনের অংশ হিসেবে এই কর্মসূচি পালন করেন তারা।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুর ১টায় উপাচার্যের পদত্যাগের দাবিতে বিক্ষোভ কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা। বিক্ষোভ শেষে কক্ষে তালা দেন তারা।
আন্দোলনরত শিক্ষার্থী ভূমিকা সরকার বলেন, ৩৬ দিন আন্দোলন করে স্বৈরাচার সরকারকে পালিয়ে যেতে বাধ্য করেছি। সেই স্বৈরাচারের দোসরকে আমরা কোনোভাবেই ক্যাম্পাসে চাই না। গতকাল দেওয়া উপাচার্যের পদত্যাগের আল্টিমেটামের সময় আজ দুপুর ১২টায় শেষ হয়। এখনো উপাচার্য পদ থেকে ড. শুচিতা শরমিন পদত্যাগ করেননি। আমরা আরও কঠোর আন্দোলন নিয়ে মাঠে নেমেছি। তিনি পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবো।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর এটিএম রফিকুল ইসলাম বলেন, আন্দোলনরত শিক্ষার্থীরা উপাচার্য মহোদয়ের কক্ষ তালাবদ্ধ করেছে বলে জেনেছি।
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ পদে ‘আওয়ামী দোসর’ পুনর্বাসন করার অভিযোগে বুধবার (২৭ নভেম্বর) সন্ধ্যা থেকে উপাচার্য পদত্যাগের আল্টিমেটাম দেন শিক্ষার্থীরা।
সৈয়দ মেহেদী হাসান/এএমকে