অটোরিকশার ধাক্কায় জাবি শিক্ষার্থী নিহতের ঘটনায় চালক রিমান্ডে
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় মার্কেটিং বিভাগের ৫৩ ব্যাচের শিক্ষার্থী আফসানা করিম রাচি নিহতের ঘটনায় আটক চালক আরজুর এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সোমবার (২৫ নভেম্বর) মামলার তদন্ত কর্মকর্তা ও আশুলিয়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) অলক কুমার এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায়ের করা মামলায় আরজুকে গ্রেপ্তার দেখানো হয়েছে। পরে তাকে আদালতে উপস্থাপন করে সাত দিনের রিমান্ড আবেদন করা হয়। আদালত তথ্য-প্রমাণ যাচাই করে তার এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে গতকাল রোববার (২৪ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী গেরুয়া এলাকা থেকে আরজুকে আটক করে নিরাপত্তা কর্মকর্তারা। পরে তাকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে নেওয়া হয়। রাত ২টার দিকে আশুলিয়া থানা পুলিশ তাকে থানায় নিয়ে যায়।
প্রসঙ্গত, গত মঙ্গলবার (১৯ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ভবনের সামনে অটোরিকশার ধাক্কায় আহত হন আফসানা করিম রাচি। আহত অবস্থায় তাকে প্রথমে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে এবং পরে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মেহেরব হোসেন/আরএআর