কলেজ ভাঙচুর না করতে বারবার অনুরোধ করেছি : কবি নজরুল অধ্যক্ষ
কবি নজরুল সরকারি কলেজ ভাঙচুর না করতে হামলাকারীদের বারবার অনুরোধ করেছেন বলে জানিয়েছেন অধ্যক্ষ অধ্যাপক হাবিবুর রহমান। তিনি বলেন, হামলাকারীদের মধ্যে অনেকেই শিক্ষার্থী ছিলেন না— এমনটি মনে হয়েছে। তারা আমার সাথেও উগ্র আচরণ করেছে। আমি তাদের বারবার অনুরোধ করেছি যেন কলেজ ভাঙচুর না করা হয়। পরে নিরাপত্তার স্বার্থে এবং সহকর্মী শিক্ষকদের অনুরোধে আমি সেখান থেকে সরে এসেছি।
রোববার (২৪ অক্টোবর) রাতে অনভিপ্রেত পরিস্থিতি ও কলেজে ব্যাপক ভাঙচুরের ঘটনার প্রতিক্রিয়ায় এ কথা বলেন অধ্যক্ষ অধ্যাপক হাবিবুর রহমান। একইসঙ্গে কলেজের সব শিক্ষার্থীকে শান্ত থাকার আহ্বানও জানিয়েছেন তিনি।
অধ্যক্ষ বলেন, আমাদের শিক্ষার্থীরা ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করেছেন। তারা পাল্টা আক্রমণে যায়নি। তাছাড়া সে সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের পরীক্ষা চলমান ছিল। আমরা সর্বাত্মক চেষ্টা করেছি যেন কোনো পরীক্ষার্থী আহত না হয়। তারা যেন সুষ্ঠুভাবে পরীক্ষা দিতে পারে সে বিষয়টি নিশ্চিত করার জন্য আমরা অনেক চেষ্টা করেছি। সাধারণ শিক্ষার্থীদের প্রতি আমাদের অনুরোধ থাকবে, কেউ কোনো গ্রুপে উসকানিমূলক কিছু লিখবে না এবং শান্ত থাকবে।
আরও পড়ুন
হামলা থামানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, যখন কলেজ ভাঙচুর করা হয়েছে তখন আমি তাদের বলেছি, যদি কোনো ব্যক্তি বিশেষ অপরাধ করে থাকে সে বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। কলেজ একটি পবিত্র জায়গা। এটি ভাঙচুর করা ঠিক নয়। সময় যারা ছাত্র ছিল তারা এ ব্যাপারে সাড়া দিয়েছে (হামলা থেকে সরে গিয়েছে)। কিন্তু সে সময় অনেকেই উগ্র আচরণ করেছে। তাদেরকে আমার ছাত্র বলে মনে হয়নি। আমরা তাদেরকে বারবার অনুরোধ করেছি তোমরা আমাদের কলেজ ভাঙচুর করো না।
তিনি বলেন, যারা আজকের ঘটনায় আহত হয়েছে তাদের প্রতি আমরা সহমর্মিতা জানাচ্ছি। তাদের সুচিকিৎসার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করব। কেউ যদি গুরুতর আহত হয়ে থাকে কলেজের পক্ষ থেকে তাদের চিকিৎসার ব্যবস্থা করা হবে।
পরীক্ষা চলাকালীন সময়ে হামলার কারণে অনেক শিক্ষার্থীই পরীক্ষা শেষ করতে পারেননি। তাদের কী হবে জানতে চাইলে তিনি বলেন, সে সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন প্রতিনিধি উপস্থিত ছিলেন। তিনি সবকিছু দেখে গিয়েছেন। এটি কলেজ প্রশাসন দেখবে। আমরা শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি দেখছি। কারণ, আমরা তো সন্ত্রাসী ভাড়া করতে পারব না। সেজন্য, আমাদের শিক্ষার্থীদের শান্ত থাকার আহ্বান জানাচ্ছি। একইসঙ্গে কলেজ ভাঙচুরের ঘটনায় পরে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।
আরএইচটি/জেডএস