ট্রেনে ববি শিক্ষক-শিক্ষার্থীদের হেনস্তার প্রতিবাদে সংবাদ সম্মেলন
সিলেটের কুলাউড়া স্টেশনে জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের টিটিই মোশাররফ আলি কর্তৃক বরিশাল বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক ও চেয়ারম্যান মো. ইমরান হোসেন এবং বিভাগটির ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের হেনস্তা ও সমন্বয়ক ট্যাগ দিয়ে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
বুধবার (২০ নভেম্বর) বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) গ্রাউন্ড ফ্লোরে বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা সংবাদ সম্মেলন করে হেনস্তাকারী টিটিই মোশাররফ আলিকে চাকরি থেকে অব্যাহতি ও যথাযথ বিচারের দাবি তুলেন।
সংবাদ সম্মেলনে শিক্ষার্থীদের পক্ষে ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোসাহিদ আনসারি বলেন, গত ১৬ নভেম্বর সিলেটের কুলাউড়া স্টেশনে জয়ন্তিকা এক্সপ্রেসের টিটিই মোশাররফ আলী কর্তৃক গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক ও চেয়ারম্যান মো. ইমরান হোসেনসহ ১৬ জন শিক্ষার্থীকে হয়রানি করা হয়। পরে হয়রানির এই ঘটনাকে বিকৃত করে কতিপয় গণমাধ্যম আমাদেরকে সমন্বয়ক ট্যাগ দিয়ে মিথ্যা, ভিত্তিহীন ও মানহানিকরভাবে সংবাদ প্রকাশ করে, যা ব্যক্তিগত ও সামাজিক দিক দিয়ে চরমভাবে হেয় প্রতিপন্ন করেছে।
তিনি আরও বলেন, প্রকৃতপক্ষে আমরা কখনোই নিজেদের সমন্বয়ক দাবি করিনি বরং আমরা নিজেদের বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষক পরিচয় দিয়েছি।
সৈয়দ মেহেদী হাসান/এমজেইউ