শহীদ ওয়াসিম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের শিরোপা ব্যবস্থাপনার
জুলাই বিপ্লবের শহীদ ওয়াসিম আকরাম স্মরণে ঢাকা কলেজ কেন্দ্রীয় খেলার মাঠে আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৮ নভেম্বর) ঢাকা কলেজ কেন্দ্রীয় খেলার মাঠে এই ফাইনাল অনুষ্ঠিত হয়। ফাইনালে ব্যবস্থাপনা বিভাগ ও সমাজবিজ্ঞান বিভাগ অংশগ্রহণ করে।
সেমিফাইনালে বাংলা ডিপার্টমেন্টকে হারিয়ে ব্যবস্থাপনা বিভাগ এবং হিসাববিজ্ঞানকে হারিয়ে সমাজবিজ্ঞান ফাইনালে ওঠে।
ফাইনাল খেলা উদ্বোধন করেন ঢাকা কলেজের অধ্যক্ষ এ. কে. এম. ইলিয়াস। উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক জাহানারা বেগম, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক আনোয়ার মাহমুদ, ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আমান, ছাত্রদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান হাবিব প্রমুখ।
আরও পড়ুন
টুর্নামেন্টের পৃষ্ঠপোষক মো. জিয়াউর রহমান খন্দকার বলেন, ছাত্র আন্দোলনে শহিদ ওয়াসিমের আত্মত্যাগ সকলের সামনে তুলে ধরার জন্য আমাদের এই আয়োজন।
কেন্দ্রীয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমান বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে এই ধরনের টুর্নামেন্ট আয়োজন করায় ধন্যবাদ জানাচ্ছি। আমাদের কথা বলার স্বাধীনতা ফিরে পাওয়ার, গণতান্ত্রিক ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার জন্য যারা শাহাদাত বরণ করেছে তাদের স্মৃতিকে ধরে রেখে আদর্শ হিসেবে ধারণ করার যে উদ্যোগ তার একটি প্রয়াস দেখলাম শহিদ ওয়াসিম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের মাধ্যমে।
ওএফএ/এনএফ