খুনি হাসিনার কোনো দোসরকে আমরা দেশে রাখব না
সাধারণ শিক্ষার্থীদের ওপর নির্যাতনকারী নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্ট অপরাধীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা।
রোববার (১০ নভেম্বর) দুপুর পৌনে ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার থেকে মিছিল শুরু হয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে প্যারিস রোডে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা।
সমাবেশে রাবি ছাত্রদলের আহ্বায়ক সুলতান আহমেদ রাহী বলেন, ইতিমধ্যে খুনি হাসিনার কিছু অডিও রেকর্ড ফাঁস হয়েছে। সেই অডিও রেকর্ডে শোনা গেছে বাংলাদেশের সেনাবাহিনী ও পুলিশেরা এখনো খুনি শেখ হাসিনার নির্দেশে রাষ্ট্র পরিচালনা করছেন। বাংলাদেশের আনাচে কানাচে এখনও ফ্যাসিবাদের দোসররা ঘুরে বেড়াচ্ছে। অথচ বাংলাদেশের প্রশাসন ও বর্তমান সরকার এখনো কোনো কার্যকরী পদক্ষেপ নেয়নি। আমাদের স্পষ্ট বক্তব্য, ফ্যাসিবাদী সরকারের দোসরদের গ্রেপ্তার করতে হবে। সারা বাংলাদেশসহ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ফ্যাসিবাদী সরকারের কোনো শেকড় আমরা রাখব না। ফ্যাসিবাদী সরকারের যে সকল দোসরেরা আনাচে কানাচে লুকিয়ে থেকে ষড়যন্ত্র করছে তাদের ধরে ধরে আইনের হাতে তুলে দেওয়া হবে।
ফ্যাসিবাদী সরকারের দোসরদের ভারতে পালিয়ে যাওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, পলাতক খুনি হাসিনার কোনো দোসরকে আমরা বাংলাদেশে রাখব না। অনতিবিলম্বে আপনারা ভারতে পালিয়ে যান। জাতীয়তাবাদী ছাত্রদলের কোনো নেতাকর্মী আপনাদের ধরতে পারলে মালিশের কোনো জায়গা থাকবে না।
ছাত্রদলের নেতাকর্মীদের উদ্দেশ্যে রাহী বলেন, সকলে সতর্কতার সঙ্গে, বিচক্ষণতার সঙ্গে, সহনশীলতার সঙ্গে, এবং ধৈর্যশীলতার সঙ্গে ফ্যাসীবাদীদের মোকাবিলা করুন। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীদের শরীরের রক্ত থাকা পর্যন্ত এই খুনি হাসিনার সকল ষড়যন্ত্র রুখে দেওয়া হবে।
এ সময় রাবি ছাত্রদলের আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক রাশেদ আলী, মেহেদী হাসান, শফিকুল ইসলাম, শাকিলুর রহমান সোহাগ, মাহমুদুল মিঠু, মারুফ হোসেন, এম এ তাহের রহমান, আহ্বায়ক কমিটির সদস্য আবির হাসান হিমেল, নাফিউল ইসলাম জিবন, শেখ নূর উদ্দিন আবির, তুষার শেখ, ইমরান হোসেন রাকেশ, আনু সাঈদসহ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
জুবায়ের জিসান/আরএআর