ঢাবির মধুর ক্যান্টিনে কালো কাপড়ে মুখ ঢেকে ছাত্রলীগের মিছিল
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজনীতির আঁতুড়ঘর খ্যাত মধুর ক্যান্টিনের সামনে মুখ ঢেকে মিছিল করেছে ছাত্রলীগ। মিছিলে ছাত্রলীগের ১০ জনের মতো নেতাকর্মী অংশ নেন।
বুধবার (২৩ অক্টোবর) ভোরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে বিক্ষোভ মিছিলটি বের করেন তারা। পরে তাদের মুখে মাস্ক পরা মিছিলের ৪৬ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
তবে মুখ ঢাকা থাকায় তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। এমনকি তারা ঢাবি ছাত্রলীগের নাকি অন্য কোনো ইউনিটের তাও নিশ্চিত হওয়া যায়নি।
আরও পড়ুন
মিছিলে নেতাকর্মীরা ‘জনযুদ্ধের দেশটা শেষ, কোথায় আমার বাংলাদেশ’ ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’, ‘লাল সবুজের পতাকায়, মুজিব তোমায় দেখা যায়’ ইত্যাদি স্লোগান দিয়ে দ্রুত মধুর ক্যান্টিন ত্যাগ করেন।
প্রসঙ্গত, কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার পর এ বছরের ১৭ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি হল থেকে ছাত্রলীগ নেতাদের বের করে দেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা তাদের রুম ভাঙচুর করেন এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তাদের অবাঞ্ছিত ঘোষণা করেন।
১৭ জুলাই থেকে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো বন্ধ ঘোষণা করা হয়। এরপর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আর কোনো কর্মসূচি পালন করতে পারেনি ছাত্রলীগ। ৫ আগস্টের পর ছাত্রলীগ নেতাদের কেউ আর ক্যাম্পাসে আসতে পারেননি। তাদের হল ও বিভাগ থেকে বয়কট করেন শিক্ষার্থীরা। এমনকি আন্দোলনের বিপক্ষে থাকায় বিশ্ববিদ্যালয়ের অন্তত ৭৯ জন শিক্ষককেও বয়কট করেন শিক্ষার্থীরা।
কেএইচ/এসএসএইচ