পিরোজপুর বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু ২৮ অক্টোবর
পিরোজপুরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) ২৮ অক্টোবর ওরিয়েন্টেশনের মাধ্যমে প্রথম ক্লাস শুরু হবে।
বৃহস্পতিবার (৩ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. অলক কুমার সাহা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। এ ছাড়া একই দিন আরও এক প্রেস বিজ্ঞপ্তিতে শিক্ষার্থীদের চূড়ান্ত ভর্তির তারিখ জানায় বিশ্ববিদ্যালয়টি।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পিরোজপুরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে প্রথম ব্যাচে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস (প্রথম ক্লাস) আগামী ২৮ অক্টোবর সোমবার সকাল ৯টায় অনুষ্ঠিত হবে।
বিজ্ঞপ্তিতে শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যথাসময়ে উপস্থিত থাকার জন্য বলা হয়। বিভাগসমূহ এবং সংশ্লিষ্ট সকলকে নিজ নিজ অবস্থান থেকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ করা হয়।
অপর বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে চূড়ান্তভাবে নির্বাচিত শিক্ষার্থীদের আগামী ১৪ অক্টোবর থেকে ১৭ অক্টোবরের মধ্যে অনলাইনে ভর্তি ফি জমা দিয়ে ভর্তি নিশ্চিত করতে হবে এবং ২০ অক্টোবর থেকে ২২ অক্টোবরের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এসে কাগজপত্র জমা দিতে হবে।
শাফিউল মিল্লাত/এমজেইউ