কুবিতে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ক্লাস শুরু ২৭ অক্টোবর
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) সমন্বিত গুচ্ছ পরীক্ষার ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ক্লাস শুরু হবে আগামী ২৭ অক্টোবর।
বুধবার (২ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুজিবুর রহমান মজুমদারের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ক্লাস ২৭ অক্টোবর শুরু হবে এবং কোটার ফলাফল ৩ অক্টোবরের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটে ও শিক্ষার্থীদের এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। সব ইউনিটের কোটার সাক্ষাৎকার আগামী ৬ এবং ৭ অক্টোবর অনুষ্ঠিত হবে। সাক্ষাৎকারের সময় মূল সনদ জমা দিতে হবে। এছাড়া ২০ অক্টোবর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত ভর্তি কার্যক্রম চলমান থাকবে।
কোটার ফলাফলের বিষয়ে জানতে চাইলে রেজিস্ট্রার মুজিবুর রহমান বলেন, সব ধরনের কোটা বাতিল করা হয়েছে। তবে পোষ্য কোটা এখনও বহাল রয়েছে। সে কোটার সাক্ষাৎকার গ্রহণ করা হবে।
গত ২৮ সেপ্টেম্বর গুচ্ছের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে ৫ থেকে ২৭ অক্টোবরের মধ্যে ভর্তি চূড়ান্ত করার এবং ২০ অক্টোবর থেকে স্ব-স্ব বিশ্ববিদ্যালয়ের সুবিধা অনুযায়ী ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ক্লাস শুরু করার নির্দেশনা দেওয়া হয়।
আরিফ/এসএম