শিক্ষার্থীদের ওপর আনসারদের হামলায় ইবিতে বিক্ষোভ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর আনসার সদস্যদের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা। আনসাররা আওয়ামী লীগের ফাঁদে পা দিয়েছে, তাদের স্বৈরাচারের মতোই প্রতিহত করা হবে বলে জানান তারা।
রোববার (২৫ আগস্ট) রাত সাড়ে ১১টায় ক্যাম্পাসের জিয়া মোড় থেকে মিছিল শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটক চত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। সেখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের বক্তব্যের মাধ্যমে কর্মসূচি সমাপ্ত হয়।
আরও পড়ুন
সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইবির সহ-সমন্বয়ক নাহিদ হাসান বলেন, ভারত সরকারের কাছে আমাদের দাবি শেখ হাসিনাকে অনতিবিলম্বে বাংলাদেশে ফিরিয়ে দিতে হবে। আমাদের ভাইদের রক্তের দাগ শুকানোর আগেই আমরা খুনি হাসিনার বিচার চাই। এছাড়া দেশ স্বৈরাচার মুক্ত হওয়ার পরেও আওয়ামী লীগের পাতা ফাঁদে অনেকেই পা দিয়েছে। আজ আনসাররা তাদের ফাঁদে পা দিয়ে আমাদের ভাইদেরকে আহত করেছে। আবার যদি কেউ এই ফাঁদে পা দেয় তাহলে ছাত্র জনতা তাদেরকে কঠোরভাবে প্রতিহত করবে। আওয়ামী লীগের দোসরদেরকে তাদের মতোই এই বাংলার মাটি ছাড়া করা হবে।
ইবির সমন্বয়ক এস এম সুইট বলেন, আওয়ামী লীগের প্রেতাত্মারা এখনও বিভিন্নভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এছাড়া ভারত আমাদেরকে পরিকল্পিতভাবে বন্যার সম্মুখীন করেছে। তারা খুনি হাসিনাকে নিরাপত্তা দিয়ে রেখেছে। অনতিবিলম্বে তাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে হবে। আর ভারত যদি তা না করে তাহলে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আমাদের দাবি, ভারতের সঙ্গে সব ধরনের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে হবে।
প্রসঙ্গত, চাকরি সরকারি করণের এক দফা দাবিতে আজ আনসার বাহিনী সচিবালয়ে ঘেরাও করে। সন্ধ্যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসানাত আব্দুল্লাহ ও সারজিস আলম সচিবালয়ে আটকা পড়ে। পরে তারা ব্যক্তিগত ফেসবুক পেইজে ঢাবি শিক্ষার্থীদের রাজু ভাস্কর্যের সামনে জড়ো হওয়ার আহ্বান জানান। এ সময় কয়েক হাজার শিক্ষার্থী মিছিল নিয়ে সচিবালয়ের দিকে আসলে আনসারদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়। এরপরই ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা।
রাকিব হোসেন/এমএ