সচিবালয় অভিমুখে জবি শিক্ষার্থীরা
তথ্য বিষয়ক উপদেষ্টা নাহিদ ইসলাম, বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলমকে সচিবালয়ে অবরুদ্ধ রাখার ঘটনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সচিবলায় অভিমুখে যাত্রা শুরু করেছেন।
রোববার (২৫ আগস্ট) রাত পৌনে ১০টায় ক্যম্পাস থেকে রওনা দেন শিক্ষার্থীরা।
এদিন সন্ধ্যা ৬টা পর্যন্ত আনসাররা সচিবালয়ের সবগুলো গেটের সামনে অবস্থান করছেন। তারা ঘোষণা দিয়েছেন, তাদের চাকরি জাতীয়করণের দাবি পূরণ না হলে তারা আন্দোলন চালিয়ে যাবেন।
এর আগে বিকেলে সচিবালয়ে আন্দোলনকারী আনসারদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এরপর তিনি জানান, আনসারদের তিন বছর চাকরি করার পর ছয় মাস বিশ্রামে থাকার রেস্ট প্রথা বাতিল হচ্ছে। এছাড়া অন্যান্য দাবি-দাওয়া নিয়ে একটি কমিটি গঠন করা হবে। এই কমিটি সবকিছু পর্যালোচনা করে আমাদের কাছে প্রতিবেদন পাঠাবে। সেই প্রতিবেদনের ওপর ভিত্তি করে আমরা একটি সিদ্ধান্ত নেব।
তবে জাতীয়করণ ছাড়া আন্দোলন থেকে সরে যাবেন না বলে জানিয়েছেন সাধারণ আনসাররা। আব্দুর রহমান নামে এক আনসার সদস্য বলেন, আমাদের প্রতিনিধিদের মিটিংয়ে উপদেষ্টারা রেস্ট প্রথা বাতিলের কথা জানালেও আমরা এটা মানি না। আমরা চাই জাতীয়করণ। আমাদের এক দফা। এ দাবি মানতেই হবে। দাবি না মানলে আমরা রাজপথ ছাড়ব না।
এমএল/কেএ