ভাইয়েরা রক্ত দিয়েছেন, আমরা দেশটাকে পরিচ্ছন্ন করছি
ছাত্র-জনতার আন্দোলনে পদত্যাগ করে দেশ ছাড়তে বাধ্য হন সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার পদত্যাগের আগে ও পরে আন্দোলন এবং বিজয় উৎসবের সময় সারা দেশের মতো রংপুর শহরেও ময়লা, আবর্জনার স্তূপ জমা হয়। শিক্ষার্থীরা নিজ দায়িত্বে এসব আবর্জনা পরিষ্কার-পরিচ্ছন্ন করছে।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (৮ আগস্ট) বিকেলে রংপুরের লালবাগ, জাহাজ কোম্পানিসহ শহরের বিভিন্ন জায়গায় শিক্ষার্থীদের ময়লা-আবর্জনা পরিষ্কার করতে দেখা যায়।
এসময় কারমাইকেল কলেজের শিক্ষার্থী নুসরাত জাহান বলেন, ভাইয়েরা রক্ত দিয়ে শিক্ষার মর্যাদা সমুন্নত রেখেছে, আমরা দেশটাকে পরিচ্ছন্ন করছি। শিক্ষার্থী হিসেবে দেশের জন্য কাজ করতে পেরে গর্ববোধ করছি।
বিজ্ঞাপন
আরও পড়ুন
অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আশিকুর রহমান বলেন, আমি সরকারি তিতুমীর কলেজে লেখাপড়া করি। রংপুরে বাড়িতে আসার পর আশপাশের শিক্ষার্থীরা মিলে আমরা শহর পরিষ্কার করছি। আজ মর্ডান থেকে লালবাগ পর্যন্ত পরিষ্কার করছি। আগামীকাল (শুক্রবার) লালবাগ থেকে শুরু হবে পরিচ্ছন্নতা কার্যক্রম। আমরা পুরো শহর পরিষ্কার রাখতে চাই।
বিজ্ঞাপন
রংপুর সরকারি কলেজের শিক্ষার্থী খাইরুল ইসলাম বলেন, কখনো ভাবিনি রাস্তা পরিষ্কার করলেও সম্মান পাওয়া যায়। পরিচ্ছন্নতা কার্যক্রম শুরুর পর থেকে চার পাশের মানুষ উৎসাহ দিচ্ছে। সব মিলিয়ে ভালো লাগছে।
রংপুর সরকারি পলিটেকনিক্যাল কলেজের শিক্ষার্থী ফাহিম বলেন, আমরা জেলা শহরের বিভিন্ন স্থানের ময়লা-আবর্জনা পরিষ্কার করতে শিক্ষার্থীদের নিয়ে কাজ করছি। এটি আমাদের শহর, আমাদের জেলা। এজন্য জেলা শহরের সৌন্দর্য ঠিক ও পরিচ্ছন্ন রাখতে আমাদের এগিয়ে আসতে হবে।
রংপুর শহর ঘুরে দেখা যায়, শিক্ষার্থীরা বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে শহরের বিভিন্ন এলাকা পরিষ্কার করছে। আবার রাস্তায় শৃঙ্খলা ফেরাতে কেউ কেউ ট্রাফিকের দায়িত্বও পালন করছেন।
শিক্ষার্থীদের এসব কাজকে ভালো দৃষ্টান্ত হিসেবে দেখছেন পেশাজীবী মানুষরা।
লালবাগ বাজারের ফল বিক্রেতা আনিছুর রহমান বলেন, গত কয়েকদিনে লালবাগে অনেক ময়লা জমা পড়েছিল। শিক্ষার্থীরা পরিষ্কার করায় এখন সুন্দর লাগছে। শিক্ষার্থীরা প্রশংসা পাওয়ার যোগ্য।
শিপন তালুকদার/এসএসএইচ