শাবিতে বঙ্গবন্ধুর ম্যুরাল ও চেতনা ৭১ ভাস্কর্য ভাঙচুর
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল এবং চেতনা-৭১ ভাস্কর্য ভাঙচুর করা হয়েছে। সোমবার (৫ আগস্ট) দিবাগত মধ্যরাতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
সোমবার দিবাগত রাত ১২টার দিকে প্রায় অর্ধশতাধিক মোটরসাইকেলে করে শতাধিক লোক বিশ্ববিদ্যালয়ের পেছনের ফটক দিয়ে প্রবেশ করে বলে জানান প্রত্যক্ষদর্শীরা।
বিজ্ঞাপন
সেই সময় ক্যাম্পাসে দায়িত্বরত প্রত্যক্ষদর্শী নিরাপত্তাকর্মীরা জানান, তারা প্রথমে চেতনা-৭১ ভাস্কর্যে কিছুক্ষণ দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে ভাঙচুরের চেষ্টা করে। এরপর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভাঙচুর করে। পরে তারা সেই ফটক দিয়েই ক্যাম্পাস ছেড়ে যায়।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. কামরুজ্জামান চৌধুরী বলেন, নিরাপত্তাকর্মীরা আমাদের জানিয়েছেন রাতে সশস্ত্র অবস্থায় কিছু মোটরসাইকেল আরোহী ক্যাম্পাসে ঢুকে স্থাপনাগুলোতে ভাঙচুর চালায়। আমরা খবর পেয়ে পুলিশ-প্রশাসনকে জানাই। কে বা কারা এ ঘটনার সঙ্গে জড়িত তাদের পরিচয় শনাক্ত করা যায়নি।
জুবায়েদুল হক রবিন/এমজেইউ