এবার নুসরাত তাবাসসুমকে তুলে নেওয়ার অভিযোগ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নুসরাত তাবাসসুমকে ডিবি পরিচয়ে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে।
আজ (রোববার) ভোর পাঁচটায় মিরপুরের একটি বাসা থেকে তাকে তুলে নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আব্দুল হান্নান মাসউদ এবং সহ-সমন্বয়ক রশিদুল ইসলাম রিফাত।
ফেসবুকে দেওয়া এক পোস্টে আবদুল হান্নান মাসুদ লেখেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আরিফ সোহেল ও নুসরাত তাবাসসুমকে ভোরে সাদা পোশাকধারী আইন-শৃঙ্খলা বাহিনী তুলে নিয়ে গিয়েছে। অবিলম্বে তাদের সন্ধান ও মুক্তি চাই।
আরও পড়ুন
রিফাত রশিদ বলেন, আজ সকাল ৫টা ১০ মিনিটের দিকে আমাদের আরেকজন সমন্বয়ক নুসরাত তাবাসসুমকে তুলে নিয়ে যায় সাদা পোশাকধারী বাহিনী।
সংগঠনের অন্যতম সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ ঢাকা পোস্টকে বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নুসরাত তাবাসসুমকে আজ সকালে ডিবি পরিচয়ে সাদা পোশাকধারী একদল লোক আটক করেছে। তবে এখন পর্যন্ত ডিবি থেকে সেটা নিশ্চিত করা হয়নি। আমাদের একের পর এক সমন্বয়ককে আটক করা হচ্ছে। আমরা পালিয়ে বেড়াচ্ছি এবং আতঙ্কিত।
এদিকে গতকাল (শনিবার) সংগঠনের সমন্বয়ক সারজিস আলম ও হাসনাত আবদুল্লাহকে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা নিরাপত্তাজনিত কারণে হেফাজতে নিয়েছেন। ডিবির অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মো. জুনায়েদ আলম সরকার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে শুক্রবার অপর তিন সমন্বয়ক আসিফ মাহমুদ, আবু বাকের মজুমদার ও নাহিদ ইসলামকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আটক করে ডিবি। তাদেরও নিরাপত্তাজনিত কারণেই আটক করা হয় বলে জানানো হয়।
কেএইচ/এমজে