শিক্ষার্থীর মুক্তির জন্য শাহবাগ থানায় ঢাবির ৪ শিক্ষক
কোটাবিরোধী আন্দোলনে গ্রেপ্তার শিক্ষার্থীদের মুক্তি ও আলোচনা করতে শাহবাগ থানায় প্রবেশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।
বুধবার (১৭ জুলাই) সকালে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মেহেদিসহ আরও একজনকে ছাড়াতে শিক্ষকরা থানায় প্রবেশ করেন। এ সময় থানায় কর্তব্যরত ওসি চার শিক্ষককে ভেতরে নিয়ে যান।
এর আগে অপরাজেয় বাংলা থেকে নিপীড়নবিরোধী শিক্ষক নেটওয়ার্কের ব্যানারে মিছিল শুরু করেন শিক্ষকরা। চারুকলা হয়ে শাহবাগ মোড় প্রদক্ষিণ করে তারা শাহবাগ থানার সামনে অবস্থান নিয়েছেন।
এ প্রসঙ্গে শিক্ষক আসিফ নজরুল বলেন, আমরা জেনেছি তাদের শারীরিকভাবে কোনো নির্যাতন করা হয়নি। কিন্তু কোনোরকম যোগাযোগ ছাড়া তাদেরকে যে গ্রেপ্তার করে থানায় রাখা হয়েছে, তা এক ধরনের মানসিক টর্চার।
ওএফএ/এমজে