চবিতে আন্দোলনকারী শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিলের দাবি ছাত্রলীগের
কোটা পদ্ধতি সংস্কারের এক দফা দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থী খান তালাত মাহমুদ রাফির ছাত্রত্ব বাতিলের দাবি জানিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। সোমবার (১৫ জুলাই) দুপুর আড়াইটার শাটল ট্রেনে ক্যাম্পাস থেকে ষোল শহরে যাওয়ার সময় ছাত্রলীগের ১০-১৫ জন নেতাকর্মী তাকে ধরে প্রক্টর অফিসে নিয়ে আসেন।
ছাত্রলীগ নেতাকর্মীদের দাবি, খান তালাত রাফি মুক্তিযোদ্ধা কোটা ব্যবহার করে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন। তাই তার এই বিশ্ববিদ্যালয়ে পড়ার অধিকার নেই। আর তিনি গতকাল রাতে ক্যাম্পাসে নিজেকে স্ব-ঘোষিত রাজাকার বলে দাবি করেছেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের অস্তিত্ব থাকতে কোনো রাজাকারের ঠাঁই নেই।
এ বিষয়ে খান তালাত মাহমুদ রাফি বলেন, গণতান্ত্রিক দেশের একজন নাগরিককে কেউ জোর করে তুলে আনতে পারে না। বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাকে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. অহিদুল আলম বলেন, রাফি নিরাপদে শহরে যেতে চেয়েছে। আমরা তাকে প্রক্টরের গাড়িতে করে চট্টগ্রাম শহরে পৌঁছে দিয়েছি। এখন তার নিজের দায়িত্ব নিজের। আর সাধারণ শিক্ষার্থীরা আদালতের বাইরে কিছু করলে আমরা প্রক্টরিয়াল বডি তাদের নিরাপত্তা দিতে পারব না
আরএআর