ঢাবিতে রড-বাঁশ-জিআই পাইপ হাতে ছাত্রলীগের মহড়া
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) রড-বাঁশ-জিআই পাইপসহ বিভিন্ন দেশীয় অস্ত্র হাতে বহিরাগতদের নিয়ে মহড়া দিয়েছেন ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় তারা বিশাল মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে রাজু ভাস্কর্যের পাদদেশে অবস্থান নেন।
রোববার (১৫ জুলাই) রাত ২টা ৪০ মিনিটের দিকে শাহবাগ থেকে ছাত্রলীগের মিছিলটি ঢাবির ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) দিকে রওনা হয়। মিছিলে ছাত্রলীগের কয়েকশ নেতাকর্মী উপস্থিত ছিলেন। এ সময় তাদের হাতে রড, লাঠি, বাঁশসহ বিভিন্ন দেশীয় অস্ত্র দেখা যায়। রাত ৩টার দিকে তারা রাজু ভাস্কর্যের সামনে অবস্থান নেন।
আরও পড়ুন
এ সময় তারা ‘তুমি কে আমি কে, বাঙালি-বাঙালি’, ‘শেখ হাসিনার সিদ্ধান্ত, চূড়ান্ত-চূড়ান্ত’, ‘এক মুজিব লোকান্তরে, লক্ষ মুজিব ঘরে-ঘরে’, ‘হই হই রই রই, রাজাকারেরা/জামাত-শিবির গেলি কই’ ইত্যাদি স্লোগান দেন।
সরেজমিনে দেখা যায়, মিছিলে অংশ নেওয়া অধিকাংশই ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নেতাকর্মী। তাদের অনেকে মাথায় হেলমেট পরিহিত অবস্থায় ছিলেন।
ছাত্রলীগের মিছিলে কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি মাজহারুল কবির শয়ন, সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতসহ ঢাকা মহানগর দক্ষিণ ও ঢাকা মহানগর উত্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে, সরকারি চাকরিতে কোটার সংস্কার নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এক বক্তব্যের পরিপ্রেক্ষিতে ফুঁসে ওঠেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা৷ রাত সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি হল থেকে মিছিল নিয়ে রাজপথে নেমে আসেন তারা। রাত দেড়টার দিকে অবস্থান কর্মসূচি পালন শেষে নিজ নিজ হলে ফিরে যান শিক্ষার্থীরা। তারা চলে যাওয়ার পর ছাত্রলীগ নেতাকর্মীরা ঢাবি ক্যাম্পাসে মহড়া দেন।
কেএইচ/কেএ