এমবিবিএস পাস করলেন আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজের ৪০ ছাত্রী
এমবিবিএস চূড়ান্ত পেশাগত পরীক্ষা নভেম্বর ২০২৩ এর ফলাফল প্রকাশিত হয়েছে। এতে যশোর পুলেরহাটস্থ আদ্-দ্বীন সকিনা উইমেন্স মেডিকেল কলেজের ৮ম ব্যাচের ৪০ জন দেশি-বিদেশি ছাত্রী চিকিৎসক হওয়ার গৌরব অর্জন করেছেন।
গত ১০ জুলাই দুপুরে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ফলাফল প্রকাশিত হয়।
আদ্-দ্বীন সকিনা উইমেন্স মেডিকেল কলেজ থেকে এমবিবিএস চূড়ান্ত বৃত্তিমূলক পরীক্ষা নভেম্বর-২০২৩ এ মোট ৫২ ছাত্রী অংশ নিয়েছিলেন। এদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৪০ জন ছাত্রী। পাসের হার ৭৭ শতাংশ। ছাত্রীদের মধ্যে বাংলাদেশিসহ ভারতের জম্মু অ্যান্ড কাশ্মীর, গুজরাট, অন্ধ্রপ্রদেশ, হায়দারাবাদ, কলকাতাসহ বিভিন্ন প্রদেশের শিক্ষার্থী রয়েছেন। প্রকাশিত ফলাফলের দিক থেকে ২৪টি মেডিকেল কলেজের মধ্যে আদ্-দ্বীন সকিনা উইমেন্স মেডিকেল কলেজের অবস্থান যৌথভাবে ৫ম।
বিশ্ববিদ্যালয়ের অধীন সরকারি বেসরকারি মোট ২৪টি মেডিকেল কলেজ থেকে নভেম্বর ২০২৩ এর পরীক্ষায় মোট ২ হাজার ৩শ’ ১১ জন পরীক্ষার্থী অংশ নিয়েছিলেন। এদের মধ্যে পাস করেছেন ১ হাজার ৬শ ৮০ জন। পাসের হার ৭২.৭০ শতাংশ।
আদ্-দ্বীন মেডিকেল কলেজের পাস করা শিক্ষার্থীরা এরপর ইন্টার্ন ডাক্তার হিসেবে আদ্-দ্বীন ফাউন্ডেশনের নিজস্ব হাসপাতালে যোগদান করবেন। এক বছর ইন্টার্ন শেষে তারা পরবর্তী পেশাগত জীবনে পদার্পণ করবেন।
শিক্ষকবৃন্দের আন্তরিকতায় ও প্রতিষ্ঠানের নিয়মানুবর্তিতার জন্যই ভালো ফলাফল অর্জিত হয়েছে বলে জানান মেডিকেল কলেজ কর্তৃপক্ষ।
এমএ