চবিতে কোটা আন্দোলনকারী শিক্ষার্থীকে হত্যার হুমকি

কোটা পদ্ধতি বাতিলের আন্দোলনে সম্পৃক্ত থাকায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক শিক্ষার্থীকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। ভুক্তভোগীর বাবার নম্বরে কল দিয়ে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী এ হত্যার হুমকি দিয়েছে বলে জানা গেছে।
বিজ্ঞাপন
ভুক্তভোগী শিক্ষার্থীর নাম খান তালাত মাহমুদ রাফি। তিনি বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং কোটা আন্দোলনের সামনের সারির একজন। অভিযুক্ত শিক্ষার্থীর নাম হৃদয় আহমেদ রিজভী। তিনিও একই বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। সোমবার (৮ জুলাই) রিজবীর বিরুদ্ধে প্রক্টর বরাবর একটি লিখিত অভিযোগ দিয়েছেন রাফি।
প্রক্টর বরাবর অভিযোগ দিয়ে রাফি বলেন, গতকাল (রোববার) রাতে একটি নম্বর থেকে আমার আব্বুর নম্বরে কল দিয়ে আমাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। আমার বাবাকে ওই ব্যক্তি বলে, ‘আপনার ছেলেকে যদি কোটা আন্দোলন থেকে সরে যেতে না বলেন তাহলে হয়ত আপনার ছেলেকে আর পাবেন না, তার লাশটা পাবেন। দেখা যাবে যে কোথাও না কোথাও মেরে ফেলে রাখা হয়েছে। পরে লাশটা অ্যাম্বুলেন্সে করে পাঠানো হবে।’ পরে আব্বু পরিচয় জানতে চাইলে লোকটি বলে, ‘আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়ি। ক্যাম্পাসেই থাকি।’ এটা বলে ফোন কেটে দেয়।
বিজ্ঞাপন
আরও পড়ুন
রাফি বলেন, যে নম্বর থেকে কল করা হয়েছিল সেটি নিয়ে আমি আমার সাধ্যমতো খোঁজ-খবর নিয়েছি। খোঁজ নিয়ে জানতে পারি ওটা আমার বিভাগের সিনিয়র ২০১৯-২০ সেশনের হৃদয় আহমেদ রিজভীর নম্বর। তার বাড়ি নরসিংদী জেলায়। আমি এখন ক্যাম্পাসে ও ক্যাম্পাসের বাইরে নিরাপত্তাহীনতায় ভুগছি। আমি প্রক্টর বরাবর অভিযোগপত্র দিয়েছি। আব্বুকে স্থানীয় থানায় জিডি করতে বলেছি। আমিও নিরাপত্তা চেয়ে হাটহাজারী থানায় জিডি করব।
বিজ্ঞাপন
এ বিষয়ে ভুক্তভোগীর বাবা বলেন, ‘কাল রাতে একটি নম্বর থেকে ফোন দিয়ে বলে আপনার ছেলেকে কোটা আন্দোলন থেকে সরে যেতে বলেন। তা না হলে হয়ত লাশটা পাবেন। অ্যাম্বুলেন্স করে পাঠানো হবে। পরিচয় জানতে চাইলে সে ফোন কেটে দেয়। আমি চাই আমার ছেলেকে যেন নিরাপত্তা দেওয়া হয়।’
অভিযোগের বিষয়ে জানতে চাইলে হৃদয় আহমেদ রিজভী ঢাকা পোস্টকে বলেন, রাফি নামের ছেলেটা যে অভিযোগ এনেছে এটা সম্পূর্ণ বানোয়াট ও ভিত্তিহীন। আমি তাকে চিনিই না, কেমন করে হত্যার হুমকি দেব?
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. অহিদুল আলম বলেন, ছেলেটা অভিযোগপত্র দিয়েছে। যেহেতু তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে, এটা ক্রিমিনাল কেস হয়ে গেছে। এটা পুলিশ তদন্ত করবে।
এসএসএইচ