ফুটবল ট্যাপ করে গিনেস বুকে নাম লেখালেন ঢাবি শিক্ষার্থী
এক মিনিটে সর্বোচ্চ ২২০ বার ফুটবলে ট্যাপ করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী রাগীব শাহরিয়ার অংকন।
বিজ্ঞাপন
মঙ্গলবার (২ জুলাই) অংকন গিনেস বুক ওয়ার্ল্ড রেকর্ডের সার্টিফিকেট হাতে পান। এর আগে ২০ ফেব্রুয়ারি তার এ কৃতিত্বের জন্য গিনেস বুক অব ওয়ার্ল্ড ওয়েবসাইটে তার নাম অন্তর্ভুক্ত হয়।
বিজ্ঞাপন
ওয়েবসাইটে দেখা যায়, 'The Most Football (Soccer) Toe Taps in one minute' ক্যাটাগরি অর্থাৎ এক মিনিটে ফুটবলে সর্বোচ্চ বার ট্যাপের রেকর্ডধারী হিসেবে নাম উঠেছে রাগীব শাহরিয়ার অংকনের। এক মিনিটে ২২০ বার ট্যাপ করে তিনি এ রেকর্ড অর্জন করেন। আগের রেকর্ড ছিল ২১২ বার। গত ২০ ফেব্রুয়ারি ঢাকায় তিনি এই রেকর্ড গড়েন।
রাগীব শাহরিয়ার অংকন ঢাবির কমিউনিকেশন ডিজঅর্ডারস বিভাগে স্নাতক চতুর্থ বর্ষের শিক্ষার্থী। তার বাড়ি নলছিটি পৌর শহরের হাই স্কুল সড়কে। তিনি ঝালকাঠির জেলার নলছিটি প্রেস ক্লাব সভাপতি ও দৈনিক যুগান্তর পত্রিকার প্রতিনিধি মো. এনায়েত করিমের ছেলে।
বিজ্ঞাপন
রেকর্ড গড়ার পর অংকন বলেন, এ রেকর্ড গড়তে পেরে আমি খুব খুশি। এজন্য আমি দীর্ঘদিন অনুশীলন করেছি।
কেএইচ/এমজে