আবর্জনা থেকে বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা ঢাবির
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আবাসিক হলগুলো থেকে উৎপাদিত ময়লা-আবর্জনা থেকে বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা রয়েছে প্রশাসনের।
মঙ্গলবার (২৮ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত ‘অষ্টম আরবান ডায়ালগ-২০২৪’ এর মূল প্রবন্ধ উপস্থাপনকালে ঢাবি উপাচার্য এ পরিকল্পনার কথা জানান। তবে আপাতত এটিকে পাইলট প্রজেক্ট হিসেবে নেওয়ার চিন্তাভাবনা করা হচ্ছে বলেও জানান উপাচার্য।
উপাচার্য বলেন, বিশ্বের অনেক বিশ্ববিদ্যালয় তাদের নিজস্ব বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন করে। নবায়নযোগ্য জ্বালানির এ যুগে ঢাবিতেও এ ধরনের কর্মকাণ্ড হওয়া উচিত। ঢাবির প্রতিটি হলের সামনে বিভিন্ন রঙের ডাস্টবিন রাখা হবে। ময়লার ধরনের ওপর ভিত্তি করে এসব ডাস্টবিনে বর্জ্য ফেলবেন শিক্ষার্থীরা। পরবর্তীতে এসব বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নেওয়া যেতে পারে। এ প্রজেক্ট বাস্তবায়নে সিটি করপোরেশন ও বিভিন্ন এনজিওর সহযোগিতা প্রয়োজন।
তিনি বলেন, উন্নত দেশগুলো আগে পরিকল্পনা গ্রহণ করে তারপর আরবান এলাকা গঠন করে। কিন্তু আমাদের দেশে আগে আরবান এলাকা তৈরি হয় পরবর্তীতে পরিকল্পনা গ্রহণ করা হয়। যদিও বাংলাদেশের ৪০ শতাংশ মানুষ আরবান এলাকায় বসবাস করে। অপরিকল্পিতভাবে শহর গড়ে ওঠায় সেখানে আগুন লাগলে ফায়ার সার্ভিসের গাড়ি ঢুকতে পারে না যা বড় রিস্ক তৈরি করে। তাছাড়া আমাদের সবুজায়ন কমে গেছে, নদী-খাল-বিলের পরিমাণও কমেছে। ফলে প্রতিনিয়ত শহরাঞ্চলের তাপমাত্রা বাড়ছে। আমাদের আরবান এলাকাকে বসবাসযোগ্য করতে আমাদের সমন্বিতভাবে কাজ করতে হবে।
ঢাবির সঙ্গে ঢাকা উত্তর সিটি করপোরেশনের সমন্বয়ভিত্তিক প্রজেক্ট প্রসঙ্গে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আমাদের অনেক কাজ করতে হবে। বিশেষ করে জলবায়ু পরিবর্তন নিয়ে অনেক কিছু করা বাকি। আগামী বাজেটে ঢাকা উত্তর সিটি করপোরেশনের সঙ্গে ঢাবির সমন্বয়কল্পে আরবান রেজিলিয়েন্স এবং রিসার্চের জন্য ৫ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হবে।
বর্জ্য থেকে বিদ্যুৎ তৈরি প্রসঙ্গে মেয়র আতিক বলেন, আমি মেয়র হবার পরে প্রধানমন্ত্রী আমাকে বলেছিলেন কোনোভাবে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন করা যায় কি-না। আমি ক্ষমতা হাতে পেয়েই সেটার দিকে মনোযোগ দিই। ইতোমধ্যে ঢাকার আমিনবাজার ল্যান্ডফিল থেকে বিদ্যুৎ উৎপাদনের সব ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। ২০২৫ সাল থেকে এই ল্যান্ডফিলের মাধ্যমে সাড়ে ৪২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হবে।
ঢাবি উপাচার্য প্রফেসর ড. এ এস এম মাকসুদ কামালের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক এর ডিরেক্টর ড. লিয়াকত আলী, কনসার্ন ওয়াল্ডওয়াইড এর কান্ট্রি ডিরেক্টর মানিশ কুমার আগারওয়াল, গ্লোব ওয়ান এর কান্ট্রি ডিরেক্টর রায়হান মাহমুদ কাদেরী প্রমুখ।
কেএইচ/এসকেডি