নটরডেম কলেজে অনুষ্ঠিত হতে যাচ্ছে বার্ষিক বিজ্ঞান ও প্রযুক্তি উৎসব
বিজ্ঞান ও বিজ্ঞানচর্চাকে উৎসাহ দিতে প্রত্যেক বছরের ন্যায় এবারো নটরডেম কলেজে অনুষ্ঠিত হতে যাচ্ছে বার্ষিক বিজ্ঞান ও প্রযুক্তি উৎসব। আগামী ৯ থেকে ১১ মে নটরডেম বিজ্ঞান ক্লাবের হাত ধরে আয়োজিত হতে যাচ্ছে ‘এআইইউবি প্রেজেন্টস নটরডেম অ্যানুয়াল সায়েন্স ফেস্টিভাল ২০২৩ ও ৩৩তম সাধারণ জ্ঞান প্রতিযোগিতা’। যার আয়োজক হিসেবে থাকছে নটরডেম বিজ্ঞান ক্লাব।
বিজ্ঞান ভিত্তিক বিভিন্ন অলিম্পিয়াড, সায়েন্টিফিক রিসার্চ, প্রজেক্ট ডিসপ্লে, ওয়াল ম্যাগাজিন, সায়েন্টিফিক অ্যাডভেঞ্চার, টেক কনটেস্টসহ ১৫টিরও বেশি আকর্ষণীয় সেগমেন্টে মোট চারটি ক্যাটাগরিতে স্কুল এবং কলেজ পর্যায়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে।
এছাড়া প্রতিবারের মতো এবারো কিছু আকর্ষণীয় ফ্ল্যাগশিপ ইভেন্ট তো থাকছেই। পাশাপাশি বিজ্ঞান বিষয়ক বিভিন্ন সেমিনার, কর্মশালা এবং ক্লাব কনভোকেশনের মত বিভিন্ন আয়োজন এর মধ্যে দিয়ে ফেস্টটি আরও উপভোগ্য হয়ে উঠবে।
১৯৫৫ সালের ১৮ সেপ্টেম্বর দক্ষিণ এশিয়ার প্রথম বিজ্ঞান ক্লাব হিসেবে যাত্রা শুরু করে নটরডেম বিজ্ঞান ক্লাব। উৎসবটিকে সফল করার জন্য ক্লাবটির আয়োজকদের মধ্যে বেশ উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।
অলিম্পিয়াড ও ইভেন্টগুলোতে বিজয়ীদের জন্য থাকছে ক্রেস্ট এবং সার্টিফিকেটসহ বিভিন্ন আকর্ষণীয় উপহার। এছাড়া, দিনব্যাপী নানা আয়োজন তো থাকছেই। নটরডেম বিজ্ঞান ক্লাবের অফিশিয়াল ফেসবুক পেজ ও ইভেন্ট পেজে প্রকাশিত রেজিস্ট্রেশন লিংক থেকে বিস্তারিত তথ্য জেনে সম্পূর্ণ বিনামূল্যে রেজিস্ট্রেশন সম্পন্ন করা যাবে।
এই আয়োজনে অনলাইন মিডিয়া পার্টনার হিসেবে থাকছে ঢাকা পোস্ট।
কেএ