ধর্ম নিয়ে আমরা যেন রাজনীতি না করি : জবি উপাচার্য
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম বলেছেন, আমরা অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখি। এ জন্য ধর্ম নিরপেক্ষ দেশ গড়তে হবে। আমরা যেন রাষ্ট্রের কাঠামোতে ধর্মের আকার না দেই। ধর্মীয় অনুশাসনের মাধ্যমে রাষ্ট্রকে চর্চা করতে না দেই। ধর্ম নিয়ে আমরা যেন রাজনীতি না করি।
বৃহস্পতিবার (১৪ মার্চ) সন্ধ্যায় ঢাকা রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সাদেকা হালিম বলেন, সারদা দেবীকে আমাদের দেখার সুযোগ হয়নি। কিন্তু আমরা তাকে পড়ছি। যেমন আমরা বেগম রোকেয়া, সুফিয়া কামালকে পড়ছি। আত্মতৃপ্তির কথা বলতে গিয়ে সারদা দেবী বলেছেন আত্মত্যাগের কথা। তিনি বুঝিয়েছেন আধুনিকতা মানে স্বেচ্ছাচারিতা নয়। নারী শিক্ষা ও অর্থনৈতিক মুক্তির কথা তিনি বলেছেন। নারীদের ইংরেজি শিখতেও তিনি উৎসাহিত করতেন। তিনি সকল ধর্ম বর্ণ গোত্রের মানুষকে সমানভাবে দেখেছেন। সারদা দেবীকে নিয়ে পিএইচডি করা যেতে পারে।
আরও পড়ুন
জবি উপাচার্য বলেন, আমরা মেয়েদের দমিয়ে রাখি ধর্মীয় বিধি বিধান দিয়ে। বিয়ের পর মেয়েরা কি করবে, কি করবে না তার লিস্ট ধরিয়ে দেই। কিন্তু এটা কি ছেলেদের দেওয়া হয়? বলা হয় মেয়েদের আত্মত্যাগ করার কথা। কিন্তু শুধু কি মেয়েরা আত্মত্যাগ করবে?
সভায় বক্তব্য রাখেন, রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ ও সম্পাদক স্বামী পূর্ণাত্মানন্দ এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারের পরিচালক মৃন্ময় চক্রবর্তী। এছাড়া সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার তানিয়া আমীর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উইম্যান এন্ড জেন্ডার স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. সোমা দে, মঠের সহ-সম্পাদক স্বামী শান্তিকরানন্দ ও সহ-সম্পাদক স্বামী হরিপ্রেমানন্দ।
এমএল/এমএসএ