ঢাবির সোশ্যাল ওয়েলফেয়ার অ্যালামনাইয়ের পুনর্মিলনী ২ মার্চ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সোশ্যাল ওয়েলফেয়ার অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পুনর্মিলনী অনুষ্ঠিত হবে আগামী ২ মার্চ। অনুষ্ঠানের ভেন্যু হিসেবে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) চূড়ান্ত করা হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি।
আয়োজকরা জানান, এবারের পুনর্মিলনীতে জনপ্রতি ১৫০০ টাকা করে চাঁদা ধার্য করা হয়েছে। অ্যালামনাইকে তার পরিবারের সদস্যের জন্য সমান টাকা পরিশোধ করতে হবে। এছাড়া, গাড়িচালক থাকলে তাদের জন্য জনপ্রতি ৫০০ টাকা পরিশোধ করতে হবে। রেজিস্ট্রেশনের শেষ তারিখ আগামী ২২ ফেব্রুয়ারি।
তারা জানান, অনুষ্ঠান উপলক্ষ্যে প্রতিবারের মতো এবারও একটি আকর্ষণীয় স্যুভেনির প্রকাশ করা হবে। ‘স্যুভেনির ২০২৪’ প্রকাশের জন্য লেখার আহ্বান জানিয়েছেন তারা।
স্যুভেনিরে প্রকাশের জন্য লেখা আগামী ১০ ফেব্রুয়ারির মধ্যে মাইক্রোসফট ওয়ার্ড ফাইলে [email protected] এবং [email protected] মেইলে সফট কপি পাঠাতে হবে।
রেজিস্ট্রেশনের জন্য এই লিংকে ক্লিক করুন।
এছাড়া বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করা যাবে—
১. গোলাম রসুল সানি - ০১৭১৭২০৫০৪৫
২.অধ্যাপক ড. মোহাম্মদ শাহিন খান - ০১৭১১২০৯৭৫২
৩. অধ্যাপক ড. রবিউল ইসলাম - ০১৬২৫২৯৫৪৮০
৪. ওমর ফারুক এলিন - ০১৭০০৭৪৪৯০৯
৫. শেখ মাহবুবুর রহমান - ০১৭১৬৫১১৫১২
৬. ইসতিয়াক আহম্মেদ - ০১৯১২৯৫৭২১০
৭. আলী হায়দার কোরায়শী - ০১৭১৮৪১৯৪৪০
কেএ