জাহাঙ্গীরনগরে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে মোমবাতি প্রজ্বলন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি ও দ্রুত বিচারের দাবিতে মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।
সোমবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ কর্মসূচি পালিত হয়।
কর্মসূচি শেষে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আকতারুজ্জামান সোহেল বলেন, বঙ্গবন্ধুর বাংলাদেশে ধর্ষকদের কোনো ঠাঁই নাই। ধর্ষক যে দলেরই হোক আমরা তার কঠোর শাস্তি চাই। আমরা দেখাতে চাই শেখ হাসিনার বাংলায় অপরাধ করে কেউ পার পাবে না। আমরা চাই দ্রুত সময়ের মধ্যে ধর্ষণের ঘটনায় জড়িতদের শাস্তি নিশ্চিত করা হোক। ধর্ষকদের কঠোর শাস্তি না হওয়া পর্যন্ত ছাত্রলীগ রাজপথে থাকবে।
তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আমাদের দাবি, তারা যেন ক্যাম্পাসের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করেন। যাতে প্রতিটি শিক্ষার্থী ক্যাম্পাসে নিরাপদে চলতে পারে।
এ সময় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এএএ