ঢাবির আইন বিভাগ থেকে এমপি হলেন সাবেক ১০ শিক্ষার্থী
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৬৫ জন সাবেক শিক্ষার্থী সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। এর মাঝে শুধু আইন বিভাগ থেকেই সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন ১০ জন।
নিজেদের বিভাগ থেকে ১০ জন এমপি পাওয়ায় নির্বাচিত সংসদ সদস্যদের আন্তরিক অভিনন্দন জানিয়েছেন আইন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. রহমত উল্লাহ।
দ্যা এক্সিলেক্স অব ঢাকা ইউনিভার্সিটি এবং বিশ্ববিদ্যালয়ের অন্যান্য সূত্র থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পূর্বে উত্তীর্ণ হওয়া ৬৫ জন সংসদ সদস্যের নাম সংগ্রহ করা হয়। তার মধ্যে ১০ জন আইন বিভাগের সাবেক শিক্ষার্থী বিভাগের বলে নিশ্চিত করা হয়। এছাড়া অর্থনীতি বিভাগের ৮ জন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ৬ জন, মার্কেটিং বিভাগের ৫ জন, ইংরেজি বিভাগের ৪ জন সাবেক শিক্ষার্থী রয়েছেন।
আইন বিভাগ থেকে নির্বাচিত সাংসদরা হলেন, চাঁদপুর- ১ আসনে সেলিম মাহমুদ; হবিগঞ্জ- ২ আসনে ময়েজ উদ্দিন শরীফ রুয়েল; কিশোরগঞ্জ- ৩ আসনে মুজিবুল হক চুন্নু; কুড়িগ্রাম-৪ আসনে মো. বিপ্লব হোসেন পলাশ; নীলফামারী- ২ আসনে আসাদুজ্জামান নূর; রংপুর- ৬ ড. শিরিন শারমিন চৌধুরী, মেহেরপুর- ১ আসনে ফরহাদ হোসেন দোদুল, (এমএ), পঞ্চগড়- ২ আসনে মো. নুরুল ইসলাম সুজন কুমিল্লা-১০ আসনে আবু হেনা মোহাম্মদ মোস্তফা কামাল (এলএলবি), পিরোজপুর-১ আসনে এস এম রেজাউল করিম।
আরও পড়ুন
আইন বিভাগের একাধিক শিক্ষার্থী ঢাকা পোস্টকে বলেন, আমরা সত্যিই আনন্দিত ও গর্বিত যে আমাদের বিভাগ থেকে সবচেয়ে বেশি এমপি নির্বাচিত হয়েছেন। নিজেকে আইন বিভাগের শিক্ষার্থী হিসেবে পরিচয় দিতে আগেও গর্বের ছিল এখন সেটা আরও বেড়েছে। আশা করব, আমাদের অ্যালামনাইরা দেশের আইন প্রণয়ন ও বাস্তবায়নের মাধ্যমে দেশকে উন্নত, স্মার্ট করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
আইন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. রহমত উল্লাহ বলেন, আইন বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুপ্রাচীন একটি বিভাগ। যেখান থেকে প্রতি বছর অদম্য মেধাবীরা বের হচ্ছে এবং দেশের বিভিন্ন সেক্টরে নিজেদের কৃতিত্বের স্বাক্ষর রাখছে। এই বিভাগ থেকে যারা বের হয় তাদের দেশের সকল সেক্টরে কাজ করার দক্ষতা রয়েছে। আইন প্রণেতারা যদি রাষ্ট্রীয় শাসনে অংশগ্রহণ করে তবে দেশে আইনের শাসন পরিচালনা করা অনেক সহজ হবে। তাই আইন বিভাগ থেকে নির্বাচিত ৯ জন অ্যালামনাইকে আইন বিভাগের সকল শিক্ষক-শিক্ষার্থী-কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আমরা আশা করব, তারা দেশ মাতৃকার সেবায় নিজের সর্বোচ্চটা দিয়ে দেশকে উন্নত ও সমৃদ্ধ করতে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাবেন।
উল্লেখ্য, গত ৭ জানুয়ারি দেশের ২৯৯টি আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে ২৯৮ জন সংসদ সদস্য নির্বাচিত হন।
কেএইচ/এসকেডি