নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনসহ ৪ দাবিতে শিক্ষার্থীদের অবস্থান
আগামী ৭ জানুয়ারির নির্বাচন বাতিল করে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে গ্রহণযোগ্য সুষ্ঠু নির্বাচন আয়োজনসহ চার দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কয়েকজন শিক্ষার্থী।
বৃহস্পতিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এ কর্মসূচি থেকে গণআন্দোলন গড়ে তোলার জন্য সারা দেশের শিক্ষার্থীদের আহ্বান জানানো হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণতন্ত্র ও মুক্তিকামী শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম ‘গণতন্ত্রের পক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের’ ব্যানারে শিক্ষার্থীরা এই অবস্থান কর্মসূচি পালন করেন।
এ সময় শিক্ষার্থীরা ৪ দফা দাবি উত্থাপন করেন। দাবিগুলো হলো-
১. আগামী ৭ জানুয়ারির প্রহসনমূলক পাতানো ডামি নির্বাচন বাতিল করে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সকল দলের অংশগ্রহণমূলক অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত করতে হবে।
২. সকল দলের অংশগ্রহণে সংলাপ ও ঐক্যমত্যের ভিত্তিতে মহান সংবিধানের গণতান্ত্রিক সংস্কার করে একটি টেকসই ও সর্বজনীন গ্রহণযোগ্য নির্বাচন ব্যবস্থা সৃষ্টি করতে হবে।
৩. সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের গণতান্ত্রিক সংস্কার নিশ্চিত করতে হবে।
৪. নির্বাচনব্যবস্থা ও রাষ্ট্রের অন্যান্য সকল অনুষঙ্গের সাথে একাডেমিয়ার সম্পর্ক নিশ্চিত করতে হবে।
অবস্থানরত শিক্ষার্থীদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের আরমানুল হক বলেন, চার দফা দাবিতে মৌন মানববন্ধন ও রাজু ভাস্কর্যের সামনে অবস্থান কর্মসূচি গ্রহণ করেছি। আমরা মনে করি— দেশ ও জাতিকে এই অচলাবস্থা থেকে পরিত্রাণে গুরু দায়িত্বভার ছাত্র সমাজের কাঁধে তুলে নিতে হবে। আমরা চাই বর্তমান সরকারের অধীনে চলমান ডামি নির্বাচন বাতিল করে একটি নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হোক।
অবস্থান কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন- আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী আরমানুল হক, টেলিভিশন ফিল্ম ও ফটোগ্রাফি বিভাগের জালাল আহমেদ, প্রাণ রসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী উমামা ফাতিমা, নূমান আহমাদ চৌধুরী (সাংবাদিকতা বিভাগ) ও সাকিবুর রনি (পদার্থবিজ্ঞান বিভাগ) প্রমুখ।
কেএইচ/এমজে