এআই যুগে সঠিক মূল্যায়ন পদ্ধতির খোঁজে সিইটিএল-ইউল্যাব
ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) এর শিক্ষা বিষয়ক গবেষণা কেন্দ্র (সিইটিএল) এর আয়োজনে 'কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে শিক্ষাগত মূল্যায়নের ভবিষ্যত' শিরোনামে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে অনলাইনে অনুষ্ঠিত এই সভায় ইউল্যাবের শিক্ষকবৃন্দ অংশ নেন।
আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইউল্যাবের সহকারী অধ্যাপক মেহেদি রাজিব। তিনি শিক্ষার মূল্যায়ন বৈষম্য, ন্যায্যতা, এবং নৈতিকতা নিয়ে প্রশ্ন তোলেন এবং কৃত্রিম বুদ্ধিমত্তার সাথে পরিবর্তনশীল মূল্যায়ন পদ্ধতির নির্দেশনা দেন।
মেহেদি রাজিব বর্তমানে অ্যালাব্যামা বিশ্ববিদ্যালয়ে ডক্টরেট গবেষণায় নিয়োজিত।
এসময় ইউল্যাবের উপাচার্য প্রফেসর ইমরান রহমান তার আলোচনায় ইউল্যাব শিক্ষকদের পূর্ণাঙ্গ প্রবৃদ্ধি অর্জনে তার সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন। এছেড়াও ইউলাবের উপ-উপাচার্য প্রফেসর জুড উইলিয়াম হেনিলোও অনুষ্ঠনে উপস্থিত ছিলেন।
সিইটিএল এর পরিচালক ড. মুহাম্মদ সাজ্জাদ হোসেন জানান, সিইটিএল এর উদ্দেশ্য কৃত্রিম বুদ্ধিমত্তার সাথে আত্যস্থ হতে শিক্ষকদের সহায়তা দেয়া। নতুন প্রযুক্তির এই যুগে ইউল্যাব এভাবেই এগিয়ে যাওয়া নিশ্চিত করছে।